Masjid in West Bengal: বাবরি মসজিদ তৈরি করছেন হুমায়ুন, কিন্তু এই বাংলার বিখ্যাত মসজিদগুলো চেনেন?
Famous Mosques of Bengal: পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরাতন মসজিদটি হল হুগলির জাফর খান গাজী মসজিদ। বর্তমানে এই মসজিদের বেশিরভাগ অংশই ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এই মসজিদ তৈরি হয়েছিল ১২৯৮ খ্রিস্টাব্দের আশেপাশে। তবে, মালদহের আদিনা মসজিদ বা ১৫২৬ সালে তৈরি গৌড়ের বড় সোনা মসজিদ আজ আর উপাসনাক্ষেত্র হিসাবে ব্যবহার হয় না।

পূর্বের ঘোষণা অনুযায়ী মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ূন কবীর। অযোধ্যা থেকে প্রায় ৮৬৮ কিলোমিটার দূরে মুর্শিদাবাদের বেলডাঙায় এই মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হল। কিন্তু আমাদের বাংলায় তো অনেক বিখ্যাত মসজিদ রয়েছে। যে সব মসজিদের ঐতিহাসিক গুরুত্বও অপরিসীম। এই বাংলার প্রধান ৮টা মসজিদের মধ্যে সবচেয়ে পুরাতন মসজিদ হল মালদহের আদিনা মসজিদ। যে মসজিদ তৈরি হয়েছিল ১৩৬৩ সালে।
যদিও পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরাতন মসজিদটি হল হুগলির জাফর খান গাজী মসজিদ। বর্তমানে এই মসজিদের বেশিরভাগ অংশই ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এই মসজিদ তৈরি হয়েছিল ১২৯৮ খ্রিস্টাব্দের আশেপাশে। তবে, মালদহের আদিনা মসজিদ বা ১৫২৬ সালে তৈরি গৌড়ের বড় সোনা মসজিদ আজ আর উপাসনাক্ষেত্র হিসাবে ব্যবহার হয় না। কারণ, এই মসজিদগুলো ভারত সরকারের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে ‘মনুমেন্ট অফ ন্যাশনাল ইম্পর্ট্যান্স’ তকমা প্রাপ্ত।
মুর্শিদাবাদের কাটরা মসজিদ তৈরি হয় ১৭২৪ খ্রিস্টাব্দে। এখানেই রয়েছে সুবা বাংলার প্রথম নবাব মুর্শিদকুলি খানের কবর। মুর্শিদকুলি খানের জন্ম হয় দাক্ষিণাত্যে। ইতিহাসবিদ স্যর যদুনাথ সরকারের হিসাব অনুযায়ী, ১৬৬০ খ্রিষ্টাব্দে এক হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্ম হয় মুর্শিদকুলি খানের। তাঁর নাম ছিল সূর্য্য নারায়ণ মিশ্র। আদিনা মসজিদ বা এই কাটরা মসজিদ আসলে শিয়া মুসলিম ধর্মাবলম্বীদের মসজিদ।
কলকাতার সবচেয়ে পুরানো মসজিদ বাসরি শাহ মসজিদ। যা তৈরি হয়েছিল ১৮০৪ খ্রিস্টাব্দে। এই মসজিদ আসলে সুন্নি মসজিদ। এ ছাড়াও কলকাতায় রয়েছে বিখ্যাত নাখোদা মসজিদ। সুন্নি বরেলভিদের মসজিদ এই নাখোদা মসজিদ। এ ছাড়াও কলকাতায় টিপু সুলতানের ছোট ছেলে গুলাম মহম্মদ সুলতান সাহিব ১৮৪২ খ্রিস্টাবে তৈরি করেন টিপু সুলতান মসজিদ।
এই মসজিদগুলো ছাড়াও পরিচিত মসজিদের মধ্যে রয়েছে মুর্শিদাবাদে শিয়া মুসলিম ধর্মাবলম্বীদের চক মসজিদ। ১৭৬৭ খ্রিস্টাব্দে বাংলার নবাব মীর জাফরের দ্বিতীয় স্ত্রী মুন্নি বেগম এই মসজিদ তৈরি করেন। এ ছাড়াও রয়েছে মতিঝিলের জামা মসজিদ। ১৭৫০ খ্রিস্টাব্দে তৈরি হয়েছিলও এই মসজিদ।
