AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বেশিদিন সংসার সহ্য করতে হবে না…’, আচমকা বলে উঠলেন কাজল! অজয়ের সঙ্গে সব ঠিক আছে তো?

একসময় বলিউডে যখন শাহরুখ-কাজল জুটির রমরমা। তখন শোনা গিয়েছিল, শাহরুখকে নিয়েই নাকি অজয়-কাজলের অশান্তি। এমনকী, শোনা গিয়েছিল, দাম্পত্য কলহ এতটাই চরমে পৌঁছেছিল যে, রটে যায় অজয়কে নাকি ডিভোর্স দিচ্ছেন কাজল। এমনকী, সেই কারণেই নাকি বেশ কিছুদিন সিনেমা থেকে দূরে সরে গিয়েছিলেন কাজল। তবে এখন সবই নাকি একেবারে পারফেক্ট।

'বেশিদিন সংসার সহ্য করতে হবে না...', আচমকা বলে উঠলেন কাজল! অজয়ের সঙ্গে সব ঠিক আছে তো?
| Edited By: | Updated on: Nov 12, 2025 | 6:21 PM
Share

১৯৯৯ সালে বিয়ে অজয় দেবগণের সঙ্গে সংসার বাঁধেন কাজল। প্রথম থেকেই নিজের ব্যক্তিগত জীবন, দাম্পত্যকে প্রচারের আড়ালে রেখেছিলেন অভিনেত্রী। একসময় বলিউডে যখন শাহরুখ-কাজল জুটির রমরমা। তখন শোনা গিয়েছিল, শাহরুখকে নিয়েই নাকি অজয়-কাজলের অশান্তি। এমনকী, শোনা গিয়েছিল, দাম্পত্য কলহ এতটাই চরমে পৌঁছেছিল যে, রটে যায় অজয়কে নাকি ডিভোর্স দিচ্ছেন কাজল। এমনকী, সেই কারণেই নাকি বেশ কিছুদিন সিনেমা থেকে দূরে সরে গিয়েছিলেন কাজল। তবে এখন সবই নাকি একেবারে পারফেক্ট। অজয় ও কাজল দুজনেই নাকি দুজনকে চোখে হারান। ঠিক এরই মাঝে হঠাৎ বিয়ে নিয়ে এমন এক কথা বলে ফেললেন কাজল, যা শুনে অনুরাগীদের মত, ডাল মে কুছ কালা হ্য়ায়…!

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। টুইঙ্কল খান্নার সঙ্গে জুটি বেঁধে কাজলের টক শো এখন বলিউডে সুপারহিট। সেই টক শোয়ে একের পর এক বলি সেলেবকে কথার জালে পুরে রীতিমতো বিপাকে ফেলছেন কাজল ও টুইঙ্কল। নিজেরাও নানা সময়ে নানা বিস্ফোরক মন্তব্য করে বসছেন। এই যেমন কিছুদিন আগে পরকীয়াকে সমর্থন করে টুইঙ্কলের রাত গয়ি বাত গয়ী মন্তব্য খুবই ভাইরাল হয়েছিল। এমনকী, এমন মন্তব্য করায় টুইঙ্কল নানা কটাক্ষের সম্মুখীনও হয়েছিলেন। তবে এবার টুইঙ্কল নন, বরং দাম্পত্য নিয়ে মন্তব্য করে সোশাল মিডিয়ায় রীতিমতো হইচই ফেলে দিলেন কাজল।

কী বললেন কাজল?

এই টক শোয়ে বিয়ের কথা উঠতেই কাজল বলে উঠলেন, ”বিয়ে ব্য়াপারটা কেমন একটা বোরিং হয়ে উঠেছে। কেমন যেন বাধ্যবাধকতা। বিয়েতে প্রথম থেকেই এক্সপেয়ারি ডেট থাকা উচিত। শুধু তাই নয়, যেকোনও কনট্র্য়াক্টের মতো এ ক্ষেত্রেও রিনিউ করার অপশন থাকা উচিত। কারণ আমার মনে হয়, তাহলে যাঁরা সংসারে আর থাকতে চাইছেন না, তাঁদের আর বেশিদিন সংসার সহ্য করতে হবে না। ”

কাজলের এমন উক্তির পর ফের নড়েচড়ে উঠেছে গুঞ্জনপাড়া। নিন্দুকরা বলছেন, ফের হয়তো অজয় দেবগণের সঙ্গে সংসারে অশান্তি শুরু হয়েছে কাজলের। তবে কাজল কিন্তু এই গুঞ্জনকে একেবারেই পাত্তা দিচ্ছেন না।