বাবার বয়সী নায়কের সঙ্গে ‘অশ্লীল’ নাচ ঊর্বশীর, অনুরাগী লিখলেন…
আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী উর্বশী রাউতেলা। তাঁকে নিয়ে এমনিতেই আলোচনার শেষ নেই। ৬৪ বছর বয়সী এক নায়কের সঙ্গে ৩০ বছরের উর্বশীর নাচের ভিডিয়ো রীতিমতো ভাইরাল। অভিনেত্রী নাকি "অশ্লীল" ভঙ্গি করেছেন বলে মনে করে নেটিজেনরা।
আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী উর্বশী রাউতেলা। তাঁকে নিয়ে এমনিতেই আলোচনার শেষ নেই। ৬৪ বছর বয়সী এক নায়কের সঙ্গে ৩০ বছরের উর্বশীর নাচের ভিডিয়ো রীতিমতো ভাইরাল। অভিনেত্রী নাকি “অশ্লীল” ভঙ্গি করেছেন বলে মনে করে নেটিজেনরা। তাই ধেয়ে এসেছে তীব্র কটাক্ষ। একাংশ প্রশ্ন তুলেছেন, কীভাবে এমন কুরুচিকর নাচ করতে রাজি হলেন উর্বশী। একজন ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, “এ কী দেখতে হচ্ছে? মেয়ের বয়সী নায়িকার সঙ্গে একজন বয়স্ক ব্যক্তি এমন নাচ করছেন? কোরিওগ্রাফার যাই শেখাক, নায়ক কীভাবে রাজি হলেন?”
২০১৩ সালে সানি দেওলের সিনেমা সিং সাব দ্য গ্রেট দিয়ে বলিউডে পা রাখেন ঊর্বশী। তবে তাঁর অভিনয় জীবনে এখনও বড় কোনও হিট সিনেমা নেই। তিনি তেলুগু সিনেমা ডাকু মহারাজ-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন, যেখানে ববি দেওলও কাজ করছেন। সিনেমাটি ১২ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা। এর আগে উর্বশীর আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল, যেখানে তিনি বলেন, “এখন বিয়ের সময় উপযুক্ত নয়, কারণ কাটনি যোগ চলছে। এই সময় বিয়ে করলে ভালো না হয়ে খারাপ হতে পারে।” এই মন্তব্য নিয়েও কম আলোচনা হয়নি ঊর্বশীকে কেন্দ্র করে।