Bollywood Controversy: আমির থেকে করণ, টুইটকে ব্রাত্য করেছেন যাঁরা…

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Oct 11, 2022 | 6:39 PM

Gossip: বলিউড স্টার, যাঁরা বিতর্ক থেকে দূরে সরে থাকতেই টুইট থেকে সরে দাঁড়িয়েছেন।

1 / 5
করণ জোহর- বিতর্ক এই সেলেবের এক কথা পিছু ছাড়তে নারাজ। যে কোনও পদক্ষেপেই চরম বিতর্কের মুখে পড়তে হয় তাঁকে। তবে করণ জোহর টুইট থেকে সরে দাঁড়িয়েছিলেন সেই বিতর্ককে এড়াতেই।

করণ জোহর- বিতর্ক এই সেলেবের এক কথা পিছু ছাড়তে নারাজ। যে কোনও পদক্ষেপেই চরম বিতর্কের মুখে পড়তে হয় তাঁকে। তবে করণ জোহর টুইট থেকে সরে দাঁড়িয়েছিলেন সেই বিতর্ককে এড়াতেই।

2 / 5
আমির খান- সোশ্যাল মিডিয়ায় খুব কম সক্রিয় আমির খান। তবে টুইটে কখনও থাকেন কখনও থাকেন না। একবার টুইট থেকে সরে দাঁড়িয়ে ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়া থেকে দুরে থাকতেই পছন্দ করেন মিস্টার পারফেকশনিস্ট।

আমির খান- সোশ্যাল মিডিয়ায় খুব কম সক্রিয় আমির খান। তবে টুইটে কখনও থাকেন কখনও থাকেন না। একবার টুইট থেকে সরে দাঁড়িয়ে ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়া থেকে দুরে থাকতেই পছন্দ করেন মিস্টার পারফেকশনিস্ট।

3 / 5
সোনাক্ষী সিনহা- সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে নিজেই জানিয়েছিলেন সোনাক্ষী তিনি নেগেটিভিটি থেকে সরে দাঁড়াতে চান। আর ঠিক সেই কারণেই তিনি টুইটর থেকে বিদায় নিচ্ছেন।

সোনাক্ষী সিনহা- সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে নিজেই জানিয়েছিলেন সোনাক্ষী তিনি নেগেটিভিটি থেকে সরে দাঁড়াতে চান। আর ঠিক সেই কারণেই তিনি টুইটর থেকে বিদায় নিচ্ছেন।

4 / 5
সম্প্রতি ক্যাটরিনা কইফ ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবি ভূত পুলিশ-এর প্রচার নিয়ে। সেখানেই একের পর এক প্রশ্নের উত্তর দিতে দেখা যায় তাঁকে। এবার মুখ খুললেন নিজের চরিত্র নিয়ে।

সম্প্রতি ক্যাটরিনা কইফ ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবি ভূত পুলিশ-এর প্রচার নিয়ে। সেখানেই একের পর এক প্রশ্নের উত্তর দিতে দেখা যায় তাঁকে। এবার মুখ খুললেন নিজের চরিত্র নিয়ে।

5 / 5
ক্যাটরিনা কাইফ- টুইটের তালিকায় নেই ক্যাটও। টুইটে নিজের অ্যাকাউন্ট খুলতে নারাজ তিনি। তাই টুইটে গেলে ভিকি ঘরনির দেখা মিলবে না। যদিও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় তিনি সদা উপস্থিত।

ক্যাটরিনা কাইফ- টুইটের তালিকায় নেই ক্যাটও। টুইটে নিজের অ্যাকাউন্ট খুলতে নারাজ তিনি। তাই টুইটে গেলে ভিকি ঘরনির দেখা মিলবে না। যদিও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় তিনি সদা উপস্থিত।

Next Photo Gallery