মনে পড়ে ২০১৫-র কথা? আমির খান ও তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছিল জোর চর্চা। আমির বলেছিলেন, ‘ভারত অসহিষ্ণু হয়ে পড়েছে’। তিনি আরও যোগ করেন, “আমার দেশ এমনিতে সহিষ্ণু। কিন্তু কিছু মানুষের অসৎ উদ্দেশ্য রয়েছে।” কিরণ রাও-ও আমিরের কথাকে সমর্থন করে মন্তব্য করেছিলেন, তাঁর সন্তানের নিরাপত্তার জন্য দেশ ছেড়ে চলে যেতে ইচ্ছে করছে তাঁর। কিরণ-আমিরের এই মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছিল। অনেকেই আমিরের ছবি বয়কট করার ডাক দিয়েছিলেন।
সাল ২০২২। বহু বছর পর মুক্তি পাচ্ছে আমির খানের ছবি ‘লাল সিং চাড্ডা’। সেই ছবির প্রচারে আমিরকে যখন সোশ্যাল মিডিয়ায় হওয়া ট্রোলিং নিয়ে প্রশ্ন করা হয় আমির বলেন ট্রোলড হলে অবশ্যই তিনি কষ্ট পান। তিনি বলেন, “আমার মনে হয় যারা আমাকে নিয়ে ট্রোল করেন তাঁরা মনে করেন আমি বুঝি ভারতকে ভালবাসি না। এ সত্য নয়। আমার ছবি প্লিজ বয়কট করবেন না। প্লিজ দেখুন”। অন্যদিকে করিনার বক্তব্য, “যদি ভাল ছবি হয় তবে তা সমস্ত কিছুকেই ছাপিয়ে যাবে।”
আগামী ১১ অগস্ট মুক্তি পাবে ওই ছবি। করোনাকালে এই ছবির মুক্তি বারেবারে পিছিয়েছে। হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’ থেকে অনুপ্রাণিত ছবি এটি। মুখ্য ভূমিকায় রয়েছেন আমির খান। রয়েছেন করিনা কাপুর খান। এই ছবি দিয়েই বলিউডে ডেবিউ করছেন নাগা চৈতন্য। করোনা উত্তরকালে বলিউড ছবির অবস্থা বেশ খারাপ। সুপারস্টারেদের ছবিও করেছে ফ্লপ। এই ছবি হিট হয় কিনা এখন সেটাই দেখার।