সলমন খান ও শাহরুখ খানের বন্ধুত্বের কথা কারও অজানা নয়। তবে জানেন কি এই ইদে জমে উঠেছিল আমির ও সলমনের বন্ধুত্বও। সারারাত একসঙ্গে বসে মদ্যপান। সকাল হতেই আমির দেখলেন এক অদ্ভুত কাণ্ড। ইউটিউবার জ্যাবি কোয়ে সম্প্রতি এই সবই ফাঁস করে দিয়েছেন তাঁর ইউটিউব চ্যানেলে। তিনি আমিরের বাড়িতে আমন্ত্রিত ছিলেন। সেখানে কী কী হয়েছে সব নিজের চোখেই দেখা তাঁর। এ বছর ইদে দেখা যায়, সলমনের আইকনিক ব্রেসলেট আমিরের হাতে! যে ব্রেসলেট কিছুতেই কাছছাড়া করেন না সলমন, তা আমিরের কাছে কী করে গেল, এই নিয়ে ভক্তমহলে বেড়েছিল কৌতুহল। তবে সেই সব কৌতুহলের জবার দিলেন জ্যাবি।
জানা গেল, এ বছর ইদটা একসঙ্গেই কাটান ওই দুই খান। ওদিকে আমিরের বাড়িতে এই ইদে আমন্ত্রণ ছিল জ্যাবির। জ্যাবির কথায়, “আমি হঠাৎ দেখি আমির খানের হাতে একটা ব্রেসলেট। দেখি ও ব্রেসলেটটা নিয়ে ভীষণ সমস্যায় পড়েছে।” জিজ্ঞাসা করতেই আমির বলেন, “সলমনের সঙ্গে আগের দিন আগে রাতে আড্ডা দিচ্ছিলাম। ওর ছবির সাফল্য উদযাপন করছিলাম। আমি মাতাল হয়ে যাই, ও-ও ভীষণ মদ খায়। ও আমায় বলতে থাকে, তুই আমার ভাই। কতদিন ধরে চিনি। কোনওদিন এই ব্রেসলেট খুলিনি। আজ থেকে এটা রাখ তুই।” জ্যাবি জানান, পরের দিন সম্বিত ফিরতেই আমির দেখেন তাঁর হাতে সলমনের ব্রেসলেট। তবে ওই ব্রেসলেটের দায়িত্ব নিতে চাননি আমির। তা যে ভাইজানের কত প্রিয় তা তিনি জানতেন। তাই ফিরিয়েও দিয়ে আসেন। কেন এই ব্রেসলেট এত কাছের সলমনের ? একবার এই নিয়ে মুখ খুলেছিলেন সলমন। তিনি বলেন, “এই পাথরটির নাম ফিরোজা। এই পৃথিবীতে দুই ‘লিভিং স্টোন’ আছে। একটি গ্রীক ও অন্যটি এই ফিরোজা। যদি কোনও নেতিবাচকতা আসে তবে তা এটিকে ধ্বংস করে দেয়।” সেই ‘রক্ষাকবচ’ই ভালবেসে আমির খানকে দিয়েছিলেন সলমন। বলিউডে তাঁকে সেই কবেই দাগিয়ে দিয়েছে আবেগী হিসেবে’।