বুধবার মিলিন্দ সোমনের পোস্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ছবি তুলে তা ইনস্টাগ্রামে দিয়েছেন অভিনেতা-মডেল। ঝাঁসি থেকে দিল্লি পর্যন্ত ভারতের পতাকা হাতে দৌড়েছেন মিলিন্দ। মোট ৪৫১ কিলোমিটার দৌড়েছেন মিলিন্দ। গড়ে প্রতিদিন দৌড়েছেন ৫৩ কিলোমিটার। ২০২২ সালের এই ‘ইউনিটি রান’ শেষ করে মোদীর দফতরে তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন মিলিন্দ। মোদীকে বালক শ্রীকৃষ্ণের একটি মূর্তিও উপহার দিয়েছেন তিনি। অনেকক্ষণ কথাও বলেছেন তাঁর সঙ্গে।
উল্লেখ্য, প্রধান মন্ত্রীও যোগা-আয়ুর্বেদ প্রচার করেন বলে সুপরিচিত। নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখেন তিনি। নিয়মিত যোগাভ্যাস করেন। যে কারণে ছবি শেয়ার করে মিলিন্দ লিখেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে খুব খুশি লাগছে। ইউনিটি রান শেষ করে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আমি। ভারতীয় সংস্কৃতি, খেলাধুলো ও সুস্বাস্থ্য নিয়ে নিজেদের সমান আগ্রহ খুঁজে পেলাম। যোগাভ্যাস ও আয়ুরবেদকে দেশব্যাপী প্রচার করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছি আমি।”
এ দিন ইনস্টাগ্রামে আরও একটি ছবি পোস্ট করেছেন মিলিন্দ। সেই ছবিতে প্রধান মন্ত্রীর হাতে বালক শ্রীকৃষ্ণ ভগবানের একটি মূর্তি তুলে দেন অভিনেতা-মডেল। মিলিন্দ জানিয়েছেন, গোপালের মূর্তি তাঁর স্ত্রী অঙ্কিতা নিয়ে এসেছেন বৃন্দাবন থেকে। জন্মাষ্টমীতে তিনি গিয়েছিলেন সেখানেই।
দিল্লির ‘লাল কেল্লা’য় ইউনিটি রান শেষ করেন মিলিন্দ। ভিডিয়ো পোস্ট করে তিনি লিখেছেন, “এই সবে ঝাঁসি থেকে লাল কেল্লা পৌঁছালাম। হাইওয়ে, সূর্য, বৃষ্টি, গরম, ঠান্ডা… আমি দৌড়ালাম আনন্দ করে।”