Vacation: ছুটির মেজাজে অনন্যা পান্ডে, একাধিক ছবি শেয়ার করে নজর কাড়লেন লাইগার-স্টার

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Sep 07, 2022 | 10:22 PM

Ananya Pandey: ইনস্টাগ্রামে নিজের ছবি শেয়ার করেছেন। ছবিতে অনন্যাকে ফ্লোরাল প্রিন্টের পোশাক পরে ক্যাপ্রির বিভিন্ন জায়গায় পোজ় দিতে দেখা যায়।

Vacation: ছুটির মেজাজে অনন্যা পান্ডে, একাধিক ছবি শেয়ার করে নজর কাড়লেন লাইগার-স্টার

Follow Us

সদ্য মুক্তি পেয়েছে অনন্যা পান্ডে ও বিজয় দেবেরাকোন্ডা অভিনীত ছবি লাইগার। এই ছবি বক্স অফিসে সেভাবে জায়গা করতে না পারলেও অনন্যা পান্ডে এখন বেশ কিছুটা স্বস্তিতে। ছবি ঘিরে বিশাল প্রোমোশনে বেজায় ব্যস্তছিলেন তিনি। হাতে রয়েছে আরও বেশ কয়েকটি প্রজেক্ট। তারই মাঝে এবার খানিক ছুটির মুডে অনন্যা পান্ডে। অনন্যা পান্ডে বর্তমানে ক্যাপ্রিতে ছুটি কাটাচ্ছেন। বুধবার, অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে নিজের ছবি শেয়ার করেছেন। ছবিতে অনন্যাকে ফ্লোরাল প্রিন্টের পোশাক পরে ক্যাপ্রির বিভিন্ন জায়গায় পোজ় দিতে দেখা যায়।

কয়েকটি ছবিতে, অভিনেত্রীকে ক্যান্ডিড লুকেও পায় ভক্তরা। ক্যামেরার জন্য পোজ দিতে বেজায় ওস্তাদ তিনি। কোথাও তাঁকে দেখা যাচ্ছে আইসক্রিম উপভোগ করতে, কোথাও আবার প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। ছবিগুলি শেয়ার করে অনন্যা লিখেছেন, “একটি মেয়ে লেবুর শরবতে আচ্ছন্ন” হাতে শরবত নিয়ে এমনই মন্তব্য করতে দেখা যায় তাঁকে।


ইতালিতে বেশ কিছুদিনের জন্য এই ট্রিপে গিয়েছেন অনন্যা। শীঘ্রই তাঁর পোস্টটি ভক্তদের নজর কাড়ে। অনন্য পান্ডেকে দেখা গিয়েছিলকফি উইথ করণে উপস্থিত হতে। সেখানেই কথা প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি একাকী সময় কাটাতে বেশ পছন্দ করে। অবসরে বন্ধুদের সঙ্গে আড্ডাতেও সামিল হয়ে থাকে।

অনন্যার পোস্টটি তাঁর সেরা বন্ধু শানায়া কাপুরেরও নজর কাড়ে। সোশ্যাল মিডিয়ায় ইমোজি দিয়ে সে একটি পোস্টও করেছে। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে অনন্যার বিদেশ বিভুঁয়ের ছবি। সেই ছবিতেই মুগ্ধ নেটপাড়া। যদিও সম্প্রতি লাইগার ছবি মুক্তি পাওয়ার পর রীতিমত সমালোচনার শিকার হতে হয়েছে অনন্যা পান্ডেকে। প্রশ্ন উঠেছে তাঁর অভিনয়ের দক্ষতা নিয়েও।

Next Article