রণবীর কাপুর ও আলিয়া ভাট, অবসরে ঘুরতে যেতে এই জুটি বেশ পছন্দ করেন। মাঝে মধ্যেই দেখা যায় তাঁদের বিদেশ সফরের ছবি। তবে বিয়ের পর তালিকায় ছিল না কোনও হানিমুনের প্ল্যানিং। কারণ দুজনেরই তখন ছবির কাজ ও প্রমোশন নিয়ে ব্যস্ত বলেই জানিয়েছিলেন। তবে কয়েকমাসের বিরতিতেই আবারও ফাঁস করেছিলেন এই জুটি একটি সংবাদ, পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। মা-বাবা হতে চলেছেন আলিয়া-রণবীর। তাই হানিমুন নিয়ে কোনও প্রশ্নই ছিল না আর ভক্তদের মনে। এবার সামনে উঠে আসতে দেখা গেল এক অন্য খবর।
রণবীর কাপুর এখন বেজায় ব্যস্ত রয়েছেন শামশেরা ছবির প্রমোশনে, চলতি সপ্তাহতেই মুক্তি পেতে চলেছে এই ছবি। তার প্রচারে এখন এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুঁটে বেড়াচ্ছেন তিনি। তবে আলিয়ার সঙ্গে বেশকিছুটা সময় এখন একান্তে কাটাতে চান রণবীর। বাবা হতে চলেছেন তিনি। তবে পর পর দুই ছবি মুক্তির জেরে বাড়িতে সেভাবে সময় দিতে পারছেন না তিনি। তবে এবার নিজেই জানালেন, কাজ থেকে কিছুটা ছুটি নেবেন তিনি। আলিয়ার দাবি মেনেই তিনি কথা দিয়েছেন, শামশেরা মুক্তি পেলেই তিনি একান্তভাবে কিছুটা সময় দেবেন আলিয়াকে।
শামশেরা মুক্তির পরি তিনি আলিয়াকে নিয়ে এক সপ্তাহের জন্য ভ্রমণে যাবেন। একান্তে কিছুটা সময় কাটাবেন। তারপর আবার শুরু হয়ে যাবে ব্রহ্মাস্ত্র ছবির প্রচার। ফলে সব দিক থেকে দেখতে গেলে এখন ব্যস্ততার মাঝেও রণবীর বেশ কিছুটা ছুটির মেজাজে। আলিয়াও ঘুরতে পছন্দ করেন। তাঁর কথায় বছরে একবার হলেও তিনি বড্ড একটি ট্রিপ করে থাকেন। সেখানে থাকে না কোনও ফাঁস। তবে এই অন্তঃসত্ত্বা ও ভ্রমণ পরিকল্পনাকে কেন্দ্র করে এখন নতুন প্রশ্ন, তবে কি জল্পনাই হল সত্যি! ব্রহ্মাস্ত্র প্রমোশনে সেভাবে থাকবেন না তাঁরা! এখন এই জল্পনা তুঙ্গে।