Bollywood Controversy: বহিরাগত হয়ে বলিউডে টিকে থাকা খুব কঠিন: অকপট আহানা

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Oct 12, 2022 | 7:55 PM

Aahana Kumra: খোদ অনুষ্কা শর্মারও মন্তব্য ছিল তিনি এই ধরনের কোনও সমস্যার সম্মুখীন হননি। তবে এই বিষয় মন্তব্য করতে তিনি রাজি নন।

Bollywood Controversy: বহিরাগত হয়ে বলিউডে টিকে থাকা খুব কঠিন: অকপট আহানা

Follow Us

বলিউডে বহিরাগতদের কাজ করা বা টিকে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে অতীতে একাধিকবার। সত্যি কি সকলে শাহরুখ খান হতে পারে, অক্ষয় কুমার হতে পারে! হয়তো নয়। তাই তাঁদের ক্ষেত্রে লড়াইটা বেশ কঠিন হয়ে যায়। এই নিয়ে একাধিকবার কথা বলেছেন কঙ্গনা রানাওয়াত। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর যে প্রসঙ্গ বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। স্টারকিড, নেপোটিজ়ন, গডফাদার প্রসঙ্গগুলো নিয়ে চর্চা ওঠে তুঙ্গে। তাতেই ঘি ঢেলে অধিকাংশ সময়ই সেলেবরা জানিয়েছেন, কীভাবে এই পরিস্থিতির শিকার হতে হয়। ভাল কাজ জানলেও অনেক সময় ভাল কাজ পাওয়া যায় না। সুশান্ত সিং রাজপুতের হাত থেকেও চলে গিয়েছিল একাধিক কাজ। রণবীর সিং নিজের জায়গাটা পাকা করা নিয়ে মন্তব্য করেছিলেন, যে সকলের ক্ষেত্রে বিষয়টা সময় নয়।

খোদ অনুষ্কা শর্মারও মন্তব্য ছিল তিনি এই ধরনের কোনও সমস্যার সম্মুখীন হননি। তবে এই বিষয় মন্তব্য করতে তিনি রাজি নন। তাঁর গল্পটা হয়তো ভিন্ন, অথচ যাঁরা অভিযোগ করছেন, নিশ্চই তাঁরা সমস্যার মধ্যে দিয়ে গিয়েছে বলেই এমন মন্তব্য করেছেন। এবার সেই একই সুরে মন্তব্য করে বসলেন আহানা কুমরা। জানালেন, বলিউডে বাইরে থেকে এসে টিকে থাকার লড়াইটা খুব কঠিন। লিপস্টিক আন্ডার মাই বুরখা ছবির অভবিনেত্রী এবার এভাবেই নিজেকে ভেঙে জানালেন তিনি কেন বলিউডে সেভাবে নিজের জায়গা করে উঠতে পারলেন না!

এই মর্মেই অভিনেত্রীর স্পষ্ট কথা, তিনি বলিউডে বেশকিছু কাজ পেলেও প্রথম সারিতে থাকতে পারেননি। সম্প্রতি এই নিয়ে মুখ খোলেন কেআরকে। তাঁর মনে, সুশান্ত সিং রাজপুতদের অপমান, অবমাননার ফলই হল বলিউডের এই পতন। তার জেরেই একের পর এক ছবি মুখ থুবড়ে পড়েছে। বলিউডে বহিরাগতদের কাজ দেওয়া নিয়ে উঠছে প্রশ্ন। তারই মাঝে বাড়ির ফিরে স্বস্তিতে আহানা। ইটাইমস-কে জানালেন তিনি ভালই আছেন।

Next Article