AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Relationship Controversy: ১৫ বছরের সংসার ভাঙছে ঐশ্বর্য-অভিষেকের? সোশ্যাল মিডিয়ায় শোরগোল

Controversy: বিয়ে করে কিছুতেই যেন মিলছে না স্বস্তি। প্রতিবছর পালা করে একবার রটে যায় এই জুটির বিচ্ছেদের খবর। ডিভোর্সের সংবাদ রাতারাতি ভাইরাল হয়ে যায়।

Relationship Controversy: ১৫ বছরের সংসার ভাঙছে ঐশ্বর্য-অভিষেকের? সোশ্যাল মিডিয়ায় শোরগোল
| Edited By: | Updated on: Apr 08, 2023 | 1:23 PM
Share

টানা দুই বছর ধরে সলমনের খানের সঙ্গে হইহই করে প্রেম। সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন এই জুটি। কখনও তাঁদের প্রেমে রোম্যান্সের গল্প, কখনও আবার বচসা আবার জায়গা করে নিয়েছিলেন চর্চাক কেন্দ্রে। তবে মাত্র দুই বছর ছিল সেই সম্পর্কের মেয়াদ। কিছুদিনের মধ্যেই দুজনের পথ আলাদা হয়ে যায়। এরপর ঐশ্বর্য রাই বচ্চনের জীবনে আসে একাধিক সম্পর্কের হাতছানি। তালিকায় থাকা অন্যতম নাম বিবেক ওবেরয়। যদিও শেষ পর্যন্ত তিনি অভিষেক বচ্চনের গলায় মালা দিয়েছিলেন।

তবে বিয়ে করে কিছুতেই যেন মিলছে না স্বস্তি। প্রতিবছর পালা করে একবার রটে যায় এই জুটির বিচ্ছেদের খবর। ডিভোর্সের সংবাদ রাতারাতি ভাইরাল হয়ে যায়। তাঁরা দিব্যি সংসার করছেন। কিন্তু নেটিজ়েনরা যেন এই খবরের অপেক্ষাতেই পলক গুনছেন। এবারও তার ব্যতিক্রম হল না। ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে অভিষেক বচ্চনকে দেখা গেল না নীতা আম্বানির পার্টিতে। তারপর থেকেই ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ার পাতায়।

শোনা যায় তাঁরা নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন। ২০ এপ্রিল ২০০৭ তাঁরা বিয়ের পিঁড়িতে বসেছিলেন। দেখতে দেখতে ১৫ বছরের সংসার হয়ে গিয়েছে তাঁদের। তবে বারে বারে এই বিচ্ছেদের খবর সহ্য করতে না পেড়ে মুখ খুলেছিলেন একবার অভিষেক বচ্চন। তিনি আঙুলে থাকা এঙ্গেজমেন্ট আংটি দেখিয়ে জানিয়েছিলেন তিনি এখনও সম্পর্কে আছেন। কিছু হলে, সকলেই জানতে পারবেন।

গুরু ছবির সেটে তাঁরা একে অন্যকে মন দিয়েছিলেন। তবে থেকেই ভাইরাল হয়ে যায় তাঁদের সম্পর্কের খবর। বিদেশে গিয়ে ঐশ্বর্যকে প্রেমের প্রস্তাবও দিয়েছিলেন অভিনেতা। তবে এবার বিচ্ছেদের জল্পনা যে আদপে সত্যি নয়, নেটদুনিয়ায় সামনে আনল তাঁর প্রমাণ। আরাধ্যা ও ঐশ্বর্যের ছবির নিজে করা অভিষেকের কমেন্টে স্ক্রিনশর্ট ভাইরাল। যেখানে স্পষ্ট লেখা ‘সেরা জুটি’।