Aishwarya Rai Bachchan: ২০ বছর আগের ঐশ্বর্যকে ফিরে পেয়ে কী লিখলেন স্বামী অভিষেক?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 13, 2022 | 2:48 PM

Aishwarya Rai Bachchan: সঞ্জয় লীলা ভন্সালী পরিচালিত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি ছবি 'দেবদাস' মুক্তি পেয়েছিল ২০ বছর আগে।

Aishwarya Rai Bachchan: ২০ বছর আগের ঐশ্বর্যকে ফিরে পেয়ে কী লিখলেন স্বামী অভিষেক?
রূপের ছটায় মুগ্ধ খোদ অভিষেকই

Follow Us

ঐশ্বর্য রাই বচ্চন। সৌন্দর্যের ‘এপিটোম’ তকমা সেই কবে ছিনিয়ে নিয়েছেন তিনি। তাঁর রূপের ছটায় মুগ্ধ সকলেই। তাঁর অনুরাগীর সংখ্যাও নেহাত মন্দ নয়। শুধু কি এই দেশেই। এশিয়া থেকে ইউরোপে– বিশ্বের কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে বিউটি কুইনের ভক্তরা। সেই ঐশ্বর্যই ফিরে গেলেন কুড়ি বছর আগে। নস্টালজিয়ায় ভাসলেন নিজে, ভাসালেন সকলকেই। চুপ করে রইলেন না স্বামী অভিষেক বচ্চনও। স্ত্রীকে তিনিও পাঠালেন ভালবাসা ভরা হৃদয়।

শরজা ছবিতে ঐশ্বর্য ছিলেন ‘পারো’, দেবদাস শাহরুখ খান আর চন্দ্রমুখীর ভূমিকায় অভিনয় করেছিলেন মাধুরী দীক্ষিত। ছবির ২০ বছর পূর্তিতে সেই ছবিরই নস্টালজিয়া ভাগ করে নিলেন অভিনেত্রী। শেয়ার করলেন ওই সিনেমারই এক স্টিল ছবি। আর সেখানেই মন্তব্য বক্সে অভিষেক পাঠালেন লাল হৃদয়। ছবিটি সে সময় সাড়া ফেলে দিয়েছিল। গানগুলি আজও হিট। ভন্সালীর ছবি মানেই বড় বড় সেট, সাজগোজ– দেবদাসের ক্ষেত্রেও দেখা গিয়েছিল সেই একই ছবি। যদিও বাণিজ্যিক ভাবে খুব সফল হয়নি ছবিটি। সঞ্জয়ের সঙ্গে এর আগেও কাজ করেছিলেন ঐশ্বর্য। ‘হাম দিল দে চুকে সনম’-এ দেখা গিয়েছিল তাঁকে। তবে বিপরীতে ছিলেন তাঁর তৎকালীন প্রেমিক সলমন খান।

ঐশ্বর্য আবারও কামব্যাক করতে চলেছেন। তামিল ছবি ‘পন্নিয়া সিল্ভা’তে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই সেই ছবির পোস্টার সামনে এসেছে। রানি নন্দিনীর রূপে অভিনেত্রীকে দেখে মুগ্ধ সকলেই। আপাতত সেই ছবি মুক্তির অপেক্ষায় রয়েছেন তাঁর ভক্তরা।

 

Next Article