Nysa Controversy: প্রেমিকের সঙ্গে রাতপার্টিতে বুঁদ কাজল-কন্যা? নাইসাকে ঘিরে আরও একবার জল্পনা তুঙ্গে

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

May 21, 2023 | 1:20 PM

Viral News: কেন বিতর্কের কেন্দ্রে নাইসা? বিগত এক মাসে নাইসার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। প্রত্যেক ছবিতেই দেখা যাচ্ছে পুরোদস্তুর পার্টির মেজাজে রয়েছেন এই স্টারকিড।

Nysa Controversy: প্রেমিকের সঙ্গে রাতপার্টিতে বুঁদ কাজল-কন্যা? নাইসাকে ঘিরে আরও একবার জল্পনা তুঙ্গে

Follow Us

নাইসা দেবগণ, বরাবরই সকলের নজরের কেন্দ্রে জায়গা করে আসছেন তিনি ছোট থেকেই। রাতের শহর, পার্টি, এগুলো সবই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন নাইসা। যা নিয়ে চর্চাও কম হয় না তাঁকে ঘিরে। এবারও ব্যতিক্রম হল না নাইসাকে নিয়ে। ঝড়ের গতিতে ভাইরাল হল তাঁর লন্ডনে রাত পার্টির ছবি।  ছোট থেকেই ফিল্মি পরিবারের অংশ তিনি। মা কাজল ও বাবা অজয় দেবগণ দুজনেই জনপ্রিয় স্টার। তবে স্টার কিডদের মধ্যে নাইসাই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। একদিকে যেমন তাঁকে নিয়ে চলছে তুলোধনা, অন্যদিকে বাবা-মায়ের টাকা নষ্ট করার মতো অভিযোগও উঠে আসছে তাঁকে ঘিরে। কেন বিতর্কের কেন্দ্রে নাইসা? বিগত এক মাসে নাইসার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। প্রত্যেক ছবিতেই দেখা যাচ্ছে পুরোদস্তুর পার্টির মেজাজে রয়েছেন এই স্টারকিড।

কয়েকদিন আগেও এক ভিডিয়োও ভাইরাল হল তাঁর। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে পার্টির মেজাজে তিনি মত্ত। হাতে পানীয়র গ্লাস, চুল খোলা, নাচছেন নাইসা। ভিডিয়োটি সম্ভবত গ্রীসের। তবে এই প্রথম নয় এর আগেও স্পেনের বার্সেলোনার এক পানশালায় তাঁর বেশ কিছু ছবি ভাইরাল হয়েছিল। সেই ছবিগুলি শেয়ার করেছিলেন জাহ্নবী কাপুরের রিউমারড প্রেমিক ওরহান। ছবি শেয়ার করেছিলেন বেদান্ত মহাজনও।

এবার আবার ছবি ঘিরে ওন্য জল্পনা। ওরহানের সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা গেল নাইসাকে। করছেন পার্টি, ওরহার তাঁর সোশ্যাল মিডিয়ায় সবটাই করলেন শেয়ার। ঝড়ের গতিতে ভাইরাল হল তাঁদের সেই ছবি। এই মুহূর্তে বিদেশে পড়াশোনা করছেন নাইসা। শোনা যাচ্ছিল তিনিও নাকি বাবা-মায়ের মতোই নাম লেখাবেন সিনেপাড়ায়। যদিও এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অজয় দেবগণ এ প্রসঙ্গে বলেছিলেন, “আমি জানি না এই মুহূর্তে ও কী চায়। কারণ সিনেমা নিয়ে কখনওই ও কোনও উৎসাহ দেখায়নি। যদিও বাচ্চাদের মন বদলে যায়। আমি জানি না। এখন বিদেশে পড়াশোনা করছে”।

Next Article