অক্ষয় কুমার, বলিউডের অন্যতম ফিট অভিনেতা। ব্যস্ততম বললেও খুব ভুল হবে না। কারণ অক্ষয় কুমার বরাবরই মাত্রায় বেশি ছবি করে থাকেন অন্যান্য স্টারদের থেকে। ছবির বক্স অফিসে নিয়ে নাকি তিনি বর্তমানে ভাবছেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, একটি ছবির পিছনে তিনি ৬০ দিনের বেশি সময় দিতে চান না, কারণ তিনি মনে করেন দীর্ঘদিন ধরে একটা ইউনিট আটকে রাখা সঠিক নয়। তবে বক্স অফিসে সেই ছবি খুব একটা জায়গা করতে পারছে না। অক্ষয় কুমারের মুক্তি পাওয়া শেষ ৫টা ছবি ফ্লপের মুখ দেখেছে। কিন্তু ছবি করা থেকে তিনি কোনও বিরতি নিতে নারাজ। তাঁর কথায়, এখন তিনি বক্স অফিসের কথা মোটেও ভাবতে চাইছেন না। চাইছেন না, একটাই কারণেই, অক্ষয় কুমার নাকি এখন ছবি করছেন সমাজের কথা ভেবে। যে ছবি দর্শকদের স্বার্থে তৈরি। যা সমাজের নানা সমস্যা বিষয়বস্তু নিয়ে কথা বলবে।
ফলে এখনও তিনি ব্যস্ত রয়েছেন শুটিং সেটেই। করছেন ওয়েলকাম ৩ ছবির শুট। সেই সেট থেকেই একটি ক্লিপিং এবার শেয়ার করলেন অক্ষয় কুমার। একটি দৃশ্য, যেখানে দেখানো হচ্ছে দড়ির ওপর দিয়ে হাঁটছেন অক্ষয় কুমার, পাশে দাঁড়িয়ে থাকা মহিলা তাঁকে চাবুক মারতেই তিনি ব্যলন্স হারিয়ে ছিটকে পড়েন মাটিতে। যদিও এই ভিডিয়ো পুরোটাই ছবির চিত্রনাট্যের অংশ, যে অংশের শুটের ক্লিপিং তিনি শেয়ার করে নেন ভক্তদের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ক্লিপিং শেয়ার করে তিনি লিখলেন, ‘দারুণ মজা, আমরা ওয়েলকাম থ্রি ছবির শুট করলাম।’ অক্ষয় কুমার কেবল এই ছবির কাজ নিয়েই ব্যস্ত নন, পাশাপাশি বড়ে মিঞা ছোট মিঞা ছবির কাজ নিয়ে। টাইগার শ্রফের সঙ্গে তিনি ব্যস্ত রয়েছেন এই ছবির কাজ নিয়েও। অ্যাকশনে ফিরছেন অক্ষয় কুমার।