Akshay Kumar Trolling: যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের মুখোমুখি হয়ে ‘আঙ্কল’ বলে চিৎকার করে উঠলেন অক্ষয়
Prithviraj: ট্রোলের মুখে ছবির ট্রেলার ও যশরাজ ফিল্মস। নেটিজ়েনরা বিষয়টিতে দৃষ্টিপাত করেছেন। একজন স্ক্রিনশট তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।

বিশ্বসুন্দরী মানুষী চিল্লারের প্রথম বলিউড ছবি। তাঁকে দেখা যাবে অক্ষয় কুমারের বিপরীতে একটি পিরিয়ড ড্রামায়। একটি পৌরাণিক প্রেম কাহিনিতে। ছবির নাম ‘পৃথ্বীরাজ’। ছবির ট্রেলার মুক্তি পেয়েছে আজ, ৯ মে। যশরাজ ফিল্মসের ব্যানারে তৈরি ম্যাগনাম ওপাস ছবিটিতে নজর কাড়ছে সাবটাইটেল। ট্রোলিং শুরু হয়েছে ইংরেজি নিয়ে। ছবিতে রয়েছেন সঞ্জয় দত্ত-ও। পৃথ্বীরাজের কাকার চরিত্রে দেখা যাবে তাঁকে। ট্রেলারে দেখা যায়, যুদ্ধক্ষেত্রে তাঁকে ‘চাচু’ বলে ডাকেন অক্ষয়। সাবটাইটেলে লেখা ‘আঙ্কল’ (Uncle)। সেই নিয়ে ট্রোলের মুখে ছবির ট্রেলার ও যশরাজ ফিল্মস। নেটিজ়েনরা বিষয়টিতে দৃষ্টিপাত করেছেন। একজন স্ক্রিনশট তুলে ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, “এটি অক্ষয়কুমারের ছবি পৃথ্বীরাজের স্ক্রিনগ্র্যাব। ‘বিগ ড্যাডি’ বলিউডের প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের। এত বড় ও বেশি বাজেটের ছবির সাবটাইটেলে লেখা ‘আঙ্কল’। এবং আপনারা ভাবছেন কেন বলিউড পিছিয়ে আছে?”
ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। তাঁকে দেখা যাবে পৃথ্বীরাজ চৌহানের চরিত্রে। বেশ কিছু সংলাপ নজর কাড়বে ট্রেলারে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সোনু সুদ ও সঞ্জয় দত্ত। সংযুক্তার ভূমিকায় রয়েছে নবাগতা মানুষী চিল্লার। তাঁর ঝলক ও অক্ষয়ের সঙ্গে কেমিস্ট্রি প্রথম থেকেই নজর কাড়ছে। ছবিতে রয়েছেন আশুতোষ রানা। অভিনেতা মানব ভিজকে দেখা যাবে মহম্মদ ঘোরির চরিত্রে।
মধ্যযুগীয় কবি চাঁদ বর্দাইয়ের কালজয়ী কবিতা ‘পৃথ্বীরাজ রাসো’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে ‘পৃথ্বীরাজ’। চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। তিনি আগেই একটি সাক্ষাৎকারে বলেছিলেন, “পৃথ্বীরাজ আমার ড্রিম প্রজেক্ট। চিত্রনাট্য নিয়ে অনেকদিন থেকেই কাজ চলছে আমার।”
