Alia bhatt: আদৌ কি বাদ যাচ্ছে ‘খেলা হবে’? কলকাতায় এসে সবটা জানালেন আলিয়া

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 24, 2023 | 6:16 PM

Alia bhatt: লাল-গোলাপি শাড়ি, খোলা চুল আর কালো টিপ-- শহরের পাঁচতারায় আজ এভাবেই হাজির হয়েছিলেন আলিয়া ভাট। চোখের তলায় কালো কাজল জানান দিচ্ছিল, বাঙালি হয়ে ওঠার চেষ্টায় এতটুকুও খামতি রাখেননি তিনি।

Alia bhatt: আদৌ কি বাদ যাচ্ছে খেলা হবে? কলকাতায় এসে সবটা জানালেন আলিয়া
সাংবাদিক সম্মেলনে আলিয়া ও চূর্ণী।

Follow Us

 

লাল-গোলাপি শাড়ি, খোলা চুল আর কালো টিপ– শহরের পাঁচতারায় আজ এভাবেই হাজির হয়েছিলেন আলিয়া ভাট। চোখের তলায় কালো কাজল জানান দিচ্ছিল, বাঙালি হয়ে ওঠার চেষ্টায় এতটুকুও খামতি রাখেননি তিনি। হাজির ছিলেন রণবীর কাপুর, ছিলেন টোটা রায়চৌধুরী ও চূর্ণী গঙ্গোপাধ্যায়ও। উপলক্ষ একটাই ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ যা মুক্তি পেতে চলেছে আগামী শুক্রবার। প্রসঙ্গত, কিছু দিন ধরেই খবর ছবিটি থেকে সেন্সর বোর্ড বাদ দিয়েছে বেশ কিছু সংলাপ, এর মধ্যে রয়েছে আলিয়ার মুখের সেই বিখ্যাত ‘খেলা হবে’। সত্যিই কি মায়াবী গলায় আলিয়া আর বলবেন না খেলা হবে? প্রশ্ন করা হয়েছিল আলিয়াকে। কী উত্তর দিলেন তিনি?

ছবিটিতে এই সংলাপ নেই তা একবারের জন্য উল্লেখ করেননি আলিয়া। বরং হালকা হেসে তাঁর উত্তর, “সেন্সর কিছু সংলাপ বাদ দিয়েছে। বাট ইউ শুড ওয়েট অ্যান্ড ওয়াচ (অপেক্ষা করুন আর দেখুন)। সূত্র জানাচ্ছে, সেন্সর বোর্ডের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় ও লোকসভা প্রসঙ্গ বাদ গেলেও ছবিতে রয়েছে ওই আইকনিক সংলাপ। তার উপর কাঁচি চলেনি। টিভিনাইন বাংলা আলিয়াকে প্রশ্ন করেছিল, ‘খেলা হবে’ কয়নেজ কি আদপে বাঙালির রাজনৈতিক সংযোগের মেটাফর? ছবিটিতে এর ব্যবহার কি সত্যিই করণ জোহরের মস্তিষ্কপ্রসূত? নাকি বাংলা ও বাঙালির রাজনীতিকে অনুবীক্ষণ করে বাঙালি দর্শক টানতে ওটিই তাঁর তুরুপের তাস? আলিয়ার কথায়, “ছবিতে আমার আর জয়া ম্যামের একটা সিন আছে। জয়া ম্যাম (জয়া বচ্চন) রানিকে কিছু একটা বলে, আর সেই পরিপ্রেক্ষিতেই ওই কয়নেজ ব্যবহার করে রানি (ছবিতে আলিয়ার নাম)। তাই এখনই ওই নিয়ে সবটা বলে দিয়ে ওই মুহূর্তটাকে বরবাদ করতে চাই না। আর কিছু দিন পরেই মুক্তি পাচ্ছে। তখনই সবটা জানা যাবে।” এখানেই শেষ নয়, টিভিনাইন বাংলার অনুরোধও ফেরালেন না আলিয়া। সাংবাদিক সম্মেলন শেষ হওয়ার আগে এক গাল হাসি মুখে রানি বলে গেলেন, ‘খেলা হবে’। আগামী শুক্রবার এই ছবির মুক্তি। ওই দিনই জানা যাবে খেলা ‘ভাল হবে’? নাকি খেলা হবে না?

 

 

Next Article