Alia Bhatt: এক রণবীর পাশে, অপর রণবীরের গানে নেচে উঠলেন অন্তঃসত্ত্বা আলিয়া, রইল ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 26, 2022 | 1:40 PM

Viral Video: ঝড়ের গতিতে ভাইরাল সেই ভিডিয়ো। পাশে দাঁড়িয়ে থাকা রণবীর সিং আলিয়াকে উৎসাহ দিলেন। সেটের থেকে এই বিশেষ মুহূর্ত শেয়ার করে নিলেন করণ জোহর।

Alia Bhatt: এক রণবীর পাশে, অপর রণবীরের গানে নেচে উঠলেন অন্তঃসত্ত্বা আলিয়া, রইল ভিডিয়ো

Follow Us

আলিয়া ভাট এখন খবরের শিরোনামে। বছরের শুরুতেই বক্স অফিস হিট ছবি, সঙ্গে বিয়ের সানাই, সেখানেই শেষ নয়, পাশাপাশি আবার মিলেছিল সুখবর, অন্তঃসত্ত্বা আলিয়া। এরই মাঝে হাতে থাকা একের পর এক প্রজেক্ট নিয়ে ব্যস্ত রয়েছেন আলিয়া। মা হতে চলেছেন ছবির অভিনেত্রী, শোনা মাত্রই করণ জোহর স্থির করেছিলেন রকি অউর রানি কি প্রেম কাহিনি-র ছবির বাকি অংশের শুটিং স্থগিত রাখবেন আলিয়ার জন্য। তবে কাজকে থামিয়ে রাখতে নারাজ আলিয়া। তিনি স্থির করেছিলেন ছবির বাকি অংশের কাজ শেষ করে নেবেন। যেমন কথা তেমনই কাজ।

এবার রণবীর সিং-এর বিপরীতে থাকা আলিয়া শুটে সেটে কেকে কেটে সকলের সঙ্গে সেলিব্রেট করলেন শেষ দিনের শুট। তারই মাঝে বেজে উঠল রণবীর কাপুরের গান, চান্না মেরেয়া। এই গানের সঙ্গে কেক খেতে খেতে অন্তঃসত্ত্বা আলিয়া নেটে উঠলেন রণবীরের কাপুরের পোজ় নকল করেই। ঝড়ের গতিতে ভাইরাল সেই ভিডিয়ো। পাশে দাঁড়িয়ে থাকা রণবীর সিং আলিয়াকে উৎসাহ দিলেন। সেটের মধ্যে এই বিশেষ মুহূর্ত শেয়ার করে নিলেন করণ জোহর। সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হতেই তা ভক্তদের নজর কাড়ল।

কয়েকদিন আগেই ভাইরাল হতে দেখা গিয়েছিল রণবীর কাপুর-আলিয়া ভাটের ভিডিয়ো। বিমান বন্দর থেকে নেমে গাড়িতে উঠতে গিয়েই আলিয়া দেখেন, গাড়িতে অপেক্ষায় রয়েছেন রণবীর কাপুর। দেখা মাত্রই তিনি চিৎকার করে ওঠেন ‘বেবি’ বলে। সেই ভিডিয়ো পাপরাজিৎদের ক্যামেরায় ফ্রেমবন্দি হতেই তা ভাইরাল হতে নেটদুনিয়ার পাতায়। এবার শুটিং সেটে রণবীরকে নকল করে সকলের নজর কাড়লেন কাপুর পরিবারের পুত্রবধূ। এবার আলিয়ার বেশকিছুটা বিরতি, কারণ আগামীতে ব্রহ্মাস্ত্র ছবির প্রচার ছাড়া আর কোনও কাজ রাখেননি কয়েকমাস আলিয়া, এমনই খবর বলিউড সূত্রে।

Next Article