হাতে একগুচ্ছ কাজ, নামজাদা পরিচালকের সঙ্গে রয়েছে কাজের অফার। খুলেছেন প্রযোজনা সংস্থাও। কিন্তু ট্রোল কিছুতেই যেন পিছু ছাড়ে না অভিনেতা আলিতা ভাটের। এ বার তাঁর ব্যবহার নিয়ে ট্রোল্ড হতে হল তাঁকে। ঠিক কী হয়েছে?
সঞ্জয় লীলা বনসালীর ছবি ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’তে অভিনয় করছেন আলিয়া। ছবির শুট শেষ, চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। সে নিয়ে কথা বলতে সোমবার আলিয়া পৌঁছেছিলেন পরিচালকের অফিসে। গাড়ি থেকে নামতেই তাঁকে ঘিরে ধরে পাপারাৎজি। এক ঝলক ক্যামেরাবন্দী করার জন্য ছুটেও যায় তারা। কিন্তু পোজ দেওয়া তো দূর কি বাত, আলিয়া ফিরেও তাকান না। উপরন্তু হনহন করে এগিয়ে যান গন্তব্যের দিকে। পুরো ঘটনাটিই লেন্সবন্দী হয়। ভাইরাল হয় বিভিন্ন পেজ থেকেও। সেখান থেকেই সূত্রপাত ট্রোলের।
নেটিজেনদের একটা বড় অংশ ক্ষুব্ধ হন আলিয়ার উপরে। একজন লেখেন, “সামনে বেশ কয়েকটা রিলিজ রয়েছে। অপেক্ষা করো তখন ঠিক পোজ দেবে।” আর একজন লেখেন,”এত রুড, এত অ্যাটিটিউড! এই জন্যই ব্যক্তিগত ভাবে পছন্দ হয় না ওকে।” অনেকেই আবার নিয়ে আসেন স্টারকিড বিতর্কের প্রসঙ্গও। আলিয়া যদিও এ নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি।
দিন কয়েক আগে গাঙ্গু…র শুটিং শেষ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় এক আবেগমাখা পোস্ট করেছিলেন আলিয়া। তিনি লিখেছিলেন, ‘আমরা ২০১৯ সালের ৪ ডিসেম্বর গাঙ্গুবাইয়ের শুটিং শুরু করেছিলাম … এবং আমরা এখন ২ বছর পরে ছবিটি শেষ করলাম! এই ফিল্ম এবং সেটটি দুটি লকডাউন … দুটি সাইক্লোনের মধ্য দিয়ে হয়েছে… পরিচালক এবং অভিনেতা কোভিডে আক্রান্ত হয়েছিলেন!” হাতে রয়েছে একগুচ্ছ ছবি। ‘গাঙ্গুবাই…’ ছাড়াও তাঁকে দেখা যাবে অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’তে। ওই ছবিতেই প্রথম বার প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন আলিয়া।
আরও পড়ুন- ‘বাচপন কা প্যায়ার তুঝে…’ এক গানেই সুপারহিট, বলিউড থেকেও ডাক আসছে সুক্মার কৃষক-সন্তান সহদেবের