এই মুহূর্তে বলিউডের অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক যাঁরা পেয়ে থাকেন, আলিয়া ভাট তাঁদের মধ্যে অন্যতম। বহুদিন আগেই তকমা পেয়েছেন ‘এ লিস্টার’ হিসেবে। এ হেন আলিয়া ভাট তাঁর ডেবিউ ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এ কত নম্বর পেয়েছিলেন? কী বা করেছিলেন তিনি সেই পারিশ্রমিক দিয়ে? এক সংবাদমাধ্যমের প্রশ্নে ব্যক্তিগত যাবতীয় কথা ফাঁস করলেন আলিয়া।
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ মুক্তি পেয়েছিল ২০১২ সালে। ওই ছবির পরিচালক ছিলেন করণ জোহর। আলিয়া ভাট জানিয়েছেন, প্রথম ছবিতে অভিনয় করার জন্য করণ জোহর তাঁকে দিয়েছিলেন ১৫ লক্ষ টাকা। কোটির হিসেবে এ নেহাতই তুচ্ছ। চাইলেই সেই টাকা নিজে খরচ করতেই পারতেন আলিয়া। তবে তা তিনি করেননি। সেই টাকা পেয়ে তা সোজা তুলে দিয়েছিলেন মা সোনি রাজদানের কাছে। আলিয়ার কথায়, “মাকে গিয়ে বললাম, মা এই টাকা তুমি রাখো। তবে থেকে আজ পর্যন্ত আমার সব টাকাপয়সার দেখভাল করেন আমার মা”।
মুক্তির পর ছবিটি নানা সমালোচনার শিকার হয়েছিল। সমালোচকদের মতে ছবির চিত্রনাট্য ছিল ভীষণই খারাপ। পরবর্তীতে করণও সে কথা মেনেছেন। বলেছেন, “আমি জানি না আমি কী করছিলাম। আমার মনে হয় আমি মদ্যপ ছিলাম। আমি ছবির শুটিং শুরু করি আর তার পরেই আমার মনে হয়েছিল, চিত্রনাট্য এত খারাপ কেন?” এ ছাড়াও সে সময় করণের বিরুদ্ধে উঠেছিল স্বজনপোষণের অভিযোগও। আলিয়া ভাট ও বরুণ ধাওয়ান– দুইজনেরই প্রথম ছবি ছিল এটি। আর দুইজনই এসেছিলেন ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকেই। আলিয়ার বাবা পরিচালক মহেশ ভাট ও বরুণের বাবা পরিচালক ডেভিড ধাওয়ান। তবে সব সমালোচনা পেরিয়ে ওই ছবি মুক্তি পেতেই ঘটেছিল ম্যাজিক। বক্সঅফিসে ওই ছবি সাফল্যের মুখ দেখেছিল। মানুষের ভাল লেগেছিল আলিয়া, বরুণ ও সিদ্ধার্থের রসায়ন। ওই ছবিই বলিউডে তিন অভিনেতার ভীত মজবুতও করেছিল। এরপর আর তাঁদের পিছনে ফিরে তাকাতে হয়নি।