Alia Secret: কেন সন্তানকে লুকিয়ে রাখছেন আলিয়া? অবশেষে মুখ খুললেন অভিনেত্রী

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Nov 05, 2023 | 1:37 PM

Raha Kapoor: একবার আলিয়ার কোলে থাকা সদ্যজাতকে এক ঝলক ফ্রেমবন্দি করার চেষ্টা করেছিলেন এক পাপারাৎজি, কিন্তু এরপর আর কোনও ছবি লিক হয়নি। তারপর থেকেই জল্পনা তুঙ্গে, আলিয়া ভাট ক্যামেরা থেকে, সকলের সামনে থেকে লুকিয়ে রাখছেন রাহাকে। সত্যি কি তাই?

Alia Secret: কেন সন্তানকে লুকিয়ে রাখছেন আলিয়া? অবশেষে মুখ খুললেন অভিনেত্রী

Follow Us

একবছর হতে চলল, এখনও পর্যন্ত রাহা অর্থাৎ আলিয়া ভাট ও রণবীর কাপুরের কন্যার মুখ দেখেননি। প্রাথমিকভাবে সকলে অপেক্ষায় থাকলেও এতদিনে এক প্রকার আশাই ছেড়ে দিয়েছেন নেটিজ়েনরা। তবে জন্মের পর পাপারাৎজিদের দেখিয়ে ছিলেন রাহার মুখ। যদিও সেই সাক্ষাৎ ছিল শর্ত সাপেক্ষ, কোনও ছবি তোলা যাবে না, ফোন, ক্যামেরা দূরে রেখে তবেই রাহাকে দেখা যাবে। সেই শেষ। এরপর একবার আলিয়ার কোলে থাকা সদ্যজাতকে এক ঝলক ফ্রেমবন্দি করার চেষ্টা করেছিলেন এক পাপারাৎজি, কিন্তু এরপর আর কোনও ছবি লিক হয়নি। তারপর থেকেই জল্পনা তুঙ্গে, আলিয়া ভাট ক্যামেরা থেকে, সকলের সামনে থেকে লুকিয়ে রাখছেন রাহাকে। সত্যি কি তাই?

হিন্দুস্তান টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে আলিয়া ভাট বললেন, তিনি ও তাঁর স্বামী কেন মিডিয়া থেকে রাহাকে দূরে রাখেন? আলিয়ার কথায়, আমি এটা কখনই বোঝাতে চাই না যে আমি আমার সন্তানকে লুকিয়ে রাখছি। আমি ওকে নিয়ে গর্বিত। এখানে যদি ক্যামেরা না চলত, তবে আমি জায়েন্ট স্ক্রিনে ওর ছবি দেখিয়ে দিতাম। আমি ওকে খুব ভালবাসি। আমাদের সন্তানকে নিয়ে গর্ব বোধ করি। কিন্তু আমরা নতুন অভিভাবক। আমরা জানি না, সর্বত্র যখন ওর ছবি ছড়িয়ে থাকবে আমাদের ঠিক কেমন লাগবে। সে সবে এক বছরের হতে চলেছে। তাঁরা তখনই রাহাকে সামনে আনবেন, যখন তাঁদের বিষয়টাতে স্বস্তি বোধ হবে। আলিয়া ও পাপারাৎজিদের মধ্যে সেই বোঝা পড়াটা রয়েছে, তাঁরা রাহার ছবি তোলেন না। অথচ রণবীরের ভাইপো তৈমুর আলি খানের ছবি জন্ম লগ্ন থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল।