কাছের মানুষকে হারালেন অভিনেত্রী আলিয়া ভাট। সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করলেন এই দুঃখ সংবাদ। খবর শোনা মাত্রই কমেন্ট বক্স ভক্তমহলের শোকবার্তায় ভরে উঠল। দাদুকে হারালেন আলিয়া ভাট। পিতৃহারা সোনি রাজদান। প্রয়াত নরেন্দ্র নাথ রাজদান। মৃত্যুকালে বয়স হয়েছিল তাঁর ৯৪ বছর। আলিয়া ভাট বরাবরই তাঁর দাদুকে ভীষণ ভালবাসতেন। তাঁদের বেড়ে ওঠা, শৈশব সবটাই জড়িয়ে রয়েছে দাদুর সঙ্গে। তাই জন্যই প্রতিটা পদক্ষেপে দাদুর অভাব অনুভব করবেন আলিয়া ভাট। সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ আবেগঘন পোস্ট করলেন অভিনেত্রী। শেয়ার করলেন দাদুর জন্মদিনে কেককাটার একটি ছবি। পাশে দাঁড়িয়ে থাকা রণবীর কাপুরও নজরে এলেন এদিন।
পুরোনো সেই ভিডিয়ো শেয়ার করে আলিয়া ভাট লিখলেন, ‘আমার দাদু, আমার হিরো। ৯৩ বছর বয়স পর্যন্ত তিনি গল্ফ খেলেছেন। কাজ করেছেন ৯৩ বঠর পর্যন্ত। সেরা অমলেটটা বানিয়েছেন। সেরা গল্পটি শুনিয়েছেন। ভাইলেন বাজিয়েছেন। নাতনিদের সঙ্গে খেলেছেন। ক্রিকেট ভালবাসতেন। পরিবার ভালবাসতেন। শেষ নিঃশ্বাস পর্যন্ত জীবনটাকে ভালবেসেছেন। আমার হৃদয় আবেগে ভরপুর। কিন্তু আনন্দও হচ্ছে। আমাদের দাদু আমাদের সেরাটা দিয়েছেন। যা দিয়ে বাকি জীবনটা আলোকিত থাকবে। যতক্ষণ না পর্যন্ত আমরা আবার দেখা করছি।’
তবে দাদু কীভাবে মারা গিয়েছেন, কখন মারা গিয়েছেন, এবং কোথায় শেষকৃত্য সেই বিষয় কোনও মন্তব্য করেননি আলিয়া। আলিয়া ভাটের সোশ্যাল মিডিয়া থেকে এই খবর ছড়িয়ে পড়তেই তা সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নেয়। আর আলিয়ার এই কষ্টের দিনে পাশে থাকবেন না তাঁর গডফাদার তা কি হয়? তাই তড়িঘড়ি কমেন্ট করে বসলেন করণ জোহর। লিখলেন, তাঁকে এক বিস্তর আদর। বর্তমানে আলিয়া ভাট তাঁর আগামী ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এখনও পর্যন্ত ঘোষণা করেননি তিনি পরবর্তীতে কোন ছবি করতে চলেছেন। তবে বেশ কিছু ছবির টিত্রনাট্য এখন পাইপলাইনে। এখন দেখার আগামীতে কোনও বিগ প্রজেক্টে যুক্ত হন আলিয়া ভাট।