Ameesha Patel: ট্রোল এখন অতীত, আমিশার প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Aug 22, 2023 | 7:00 PM

Box Office: কেউ করছেন তাঁর রূপের প্রশংসা, কেউ আবার তাঁর অভিনয় নিয়ে চর্চা করছেন। সম্প্রতি দেখা গেল  তাঁকে দুবাইতে। সেখানেই ছবির প্রচারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হতে দেখা যায় আমিশা প্যাটেলকে।

Ameesha Patel: ট্রোল এখন অতীত, আমিশার প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া

Follow Us

আমিশা প্যাটেল, কেরিয়ারের শুরুতে একগুচ্ছ ছবি যাঁর ঝুলিতে, একটা সময়ের পর তাঁকেই আর পর্দায় খুঁজে পাওয়া যায়নি। দিনের পর দিন ছবির জন্য অপেক্ষা করেছেন আমিশা প্যাটেল, ডাক আসেনি বলিউড থেকে। এরপর তাঁর স্থান হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানেই একের পর এক বোল্ড লুকে ছবি দিয়ে লাইম লাইটে থাকার চেষ্টায় মরিয়া আমিশা প্যাটেল কেবলই ছিলেন ট্রোলের শিকার। কখনও বয়স, কখনও আবার তাঁর ছবিপাড়ায় হাজিরা কম থাকা নিয়ে ব্যঙ্গ। আমিশা প্রতিবাদ করেননি। এবার তাঁকে নিয়েই নেটপাড়ায় চর্চা তুঙ্গে। আমিশার একটি পোস্টে যেমন ট্রোল নজরে আসতে, এখন তেমনই তাঁর কামব্যাকের প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা। ঝড়ের গতিতে ভাইরাল তাঁকে নিয়ে এখন একাধিক খবর। সাকিনা লুকে এখন তিনি সকলের নজর কেড়েছেন। গদর ২ ছবি সুপারহিট হতেই যেন দর্শকেরা নতুন করে আবিষ্কার করে বসলেন আমিশাকে।

কেউ করছেন তাঁর রূপের প্রশংসা, কেউ আবার তাঁর অভিনয় নিয়ে চর্চা করছেন। সম্প্রতি দেখা গেল  তাঁকে দুবাইতে। সেখানেই ছবির প্রচারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হতে দেখা যায় আমিশা প্যাটেলকে। এবার সেখানে গিয়েই সকলের মন জয় করলেন অভিনেত্রী। দীর্ঘ দিন পর পর্দায় আমিশা। কেরিয়ারে এক বড় ফাঁক, মেনে নিতে পারেননি আমিশা। একটা সময় নিজেই চেয়েছিলেন ছবি করতে। তবে সেই টাকা প্রতারণা মামলায় নাম জড়িয়ে যায় আমিশা প্যাটেলের। তারপর থেকে কোণঠাঁসা হয়ে পড়েন আমিশা। যদিও এখন তা অতীত। সাফল্যের আলোয় এখন আমিশা লাইম লাইটে। তরুণ প্রজন্মকে পিছনে ঠেলে এগিয়ে তাঁর ছবির কালেকশন।

Next Article