শুটিং সেটে আবারও গুরুতর চোট পেলেন অভিনেতা অমিতাভ বচ্চন। কয়েকদিন আগেই কানাঘুষো শোনা গিয়েছিল দক্ষিণী স্টার প্রভাসের ছবির প্রজেক্ট কে-তে শুটিং চলাকালিন আহত হন তিনি। তবে এবার খবরের সত্যতা নিজেই স্বীকার করে নিলেন অমিতাভ বচ্চন। নিজের ব্লগে বিস্তারিত লিখে অভিনেতা জানালেন, কিছুদিন আগে একটি অ্যাকশন দৃশ্য শুটের সময় ঘটনাটি ঘটে। হায়দরাবাদে চলছিল শুটিং। শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছিলেন তিনি। দ্রুত তাঁতে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। বন্ধ রাখা হয় বেশ কিছুদিন ছবির শুটিংও।
অমিতাভ বচ্চন তাঁর ব্লগে লেখেন, ”হায়দরাবাদে প্রজেক্ট কে-এর শুটিংয়ের চলছিল, অ্যাকশন শটের সময় আমি আহত হয়েছি .. পাঁজরের কার্টিলেজ ভেঙে গিয়েছে এবং ডান পাঁজরের পেশী ছিঁড়ে গিয়েছে .. শ্যুট বাতিল করা হয়েছিল .. হাসপাতালে সিটি ও স্ক্যান করা হয়। হায়দরাবাদে এবং বাড়ি ফিরেও .. স্ট্র্যাপিং করা হয় এবং বিশ্রামের পরামর্শ দেয় .. হ্যাঁ বেদনাদায়ক .. নড়াচড়া এবং শ্বাস-প্রশ্বাসে কষ্ট .. কয়েক সপ্তাহ সময় লাগবে বলেও জানান তিনি .. ব্যথার জন্য কিছু ওষুধও চালু আছে …”।
তিনি আরও লেখেন, “সুতরাং সমস্ত কাজ সেই সময় স্থগিত করা হয়েছিল এবং নিরাময় না হওয়া পর্যন্ত আপাতত স্থগিতই রয়েছে ..আমি জলসায় বর্তমানে বিশ্রামে আছি এবং সমস্ত প্রয়োজনীয় কাজকর্মের জন্য কিছুটা ফোনে যোগাযোগ রাখছি .. তবে হ্যাঁ, বিশ্রামে আছি, শুয়ে আছি .. ।”
প্রতি রবিবার জলসার সামনে ভক্তদের সঙ্গে দেখা করেন অমিতাভ বচ্চন। তবে এই রবিবার তিনি পারবেন না, সেই খবর জানাতেই মুখ খোলেন বিগ বি। “তবে কতদিন লাগবে তা এখনই বলা মুশকিল.. আমি আজ সন্ধ্যায় জলসা গেটে শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে দেখা করতে পারছি না.. তাই আসবেন না.. এবং যারা আসতে চান তাঁদের যতটা সম্ভব এই খবর জানাবেন।”