সোশ্যাল মিডিয়ায় বেফাঁস বক্তব্যের খেসারত যে কতটা দিতে হতে পারে তা বোধহয় হাড়ে হাড়ে টের পাচ্ছেন অমিতাভ বচ্চন। প্রায় ১৩ বছর আগে তাঁর করা একটি টুইট হঠাৎ করেই ভাইরাল সেখানে। আর এর পরেই নেটদুনিয়ায় হচ্ছে তুমুল সমালোচনা। অমিতাভ বচ্চনের মতো একজন ব্যক্তিত্ব কী করে এমনটা করতে পারেন, সে প্রশ্নই এখন সকলের মুখে মুখে। কী এমন বলেছিলেন বিগ-বি? ঘটনাটি ২০১০ সালের। ১২ জুন বিকেল ৩টে ২৪-এ একটি টুইট করেছিলেন অমিতাভ।
টুইটে সকলের কাছে ছুড়ে দিয়েছিলেন এক প্রশ্ন। অমিতাভ লেখেন, “ইংরেজিতে ব্রা কেন একবচন, আর প্যান্টি’জ কেন বহুবচন?” অমিতাভ যে সময় এই টুইট করেছিলেন সে সময় সোশ্যাল মিডিয়ায় মানুষ এত সক্রিয় ছিল না। তাই ভাইরালও হয়নি। কিন্তু ওই যে সোশ্যাল মিডিয়ায় আচরণ বড়ই অদ্ভুত। তাঁর টুইট ভাইরাল হতেই মিম যেমন এসেছে ঠিক তেমনই রীতিমতো তুলোধনা করা হচ্ছে তাঁকে। একজন লিখেছেন, “শতাব্দীর সবচেয়ে উল্লেখযোগ্য প্রশ্নটা করলেন তিনি।” আর একজন লিখছেন, “ছিঃ স্যর! শেষমেশ ব্রা-প্যান্টি! আপনার থেকে এতটা নিম্নরুচি আশা করিনি।”
অনেকেই আবার নিদান দিয়েছেন স্ক্রিনশট রেখে দেওয়ার, যদি বিগ-বি মুছে দেন। একদিকে এই নিয়ে যখন উত্তাল টুইটার। বিগ-বি কিন্তু নীরব। এখনও পর্যন্ত তিনি মন্তব্য করেননি। নিজের ব্লগে তিনি কিছু লেখেন কিনা, সে দিকেই তাকিয়ে সকলেই। প্রসঙ্গত, এই মুহূর্তে ‘কউন বনেগা ক্রোঢ়পতি’র শুটিং নিয়ে ব্যস্ত অমিতাভ। এর ১৫ তম সিজন নিয়ে খুব শীঘ্রই টেলিভিশনে ফিরবেন তিনি। অন্যদিকে হাতেও রয়েছে বেশ কিছু ছবির কাজ।