ও মাই গড টু ছবি ঘিরে এবার জল্পনা তুঙ্গে। একের পর এক দৃশ্য থেকে সংলাপ ছবি থেকে বাদ পড়ছে সেন্সের বোর্ডের নির্দেশে। গত ১১ জুলাই মুক্তি পেয়েছে ও মাই গড টু ছবির প্রথম ঝলক। যা দেখা মাত্রই দর্শকদের দুই ভাগে বিভক্ত হতে দেখা যায়। কেউ কেউ অক্ষয় কুমারের লুক থেকে শুরু করে ছবির বিষয়বস্তুর প্রশংসা করেন, কেউ আবার ছবি আদপে কীভাবে উপস্থাপনা করা হবে তা নিয়ে সংশয় প্রকাশ করে। যদিও অক্ষয় কুমার এই ছবি নিয়ে বেজায় আশাবাদী, এগারো বছর আগে মুক্তি পেয়েছিল ও মাই গড ছবি যেখানে কৃষ্ণ রূপে ঈশ্বর নিয়ে একাধিক ভন্ডামীর পর্দা ফাঁস করতে দেখা যায় তাঁকে। এবার এক আস্তিক ভক্তের কাছে হাজির অক্ষয় কুমার। শিব রূপে পর্দায় ধরা দেবেন তিনি। তবে ছবি সেন্সের বোর্ডের দরজায় যেতেই বেজায়-বিপত্তিতে।
সেন্সর বোর্ডের নির্দেশ অনুযায়ী মোট কুড়িটি দৃশ্য এই ছবি থেকে বাদ পড়েছে ইতিমধ্যে। শুধু তাই নয় এই ছবিকে সেন্সর বোর্ড পারিবারিক ছবির তকমা দিতে নারাজ। সূত্রের খবর অনুযায়ী এই ছবি পেতে চলেছে প্রাপ্তবয়স্কদের তকমা। অর্থাৎ ১৮ বছরের নিচে কেউ এই ছবি দেখতে পারবে না। অন্যদিকে ছবি মুক্তিতে আর মাত্র ২০ দিন বাকি। ১১ আগস্ট মুক্তি পাচ্ছে ও মাই গড টু ছবি। পরপর ফ্লপের পর এই ছবি অক্ষয় কুমারের ভাগ্য কতটা বদল ঘটাবে তা দেখার অপেক্ষাতেই দিন গুনছেন ভক্তরা। অন্যদিকে আদিপুরুষ বিতর্ককে মাথায় রেখে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন এই ছবিও দর্শকদের নিরাশ করবে না তো? বর্তমানে যার উত্তর মেলা ভার তাই সকলেই এখন মুখিয়ে রয়েছে সুপারহিট ও মাই গড ছবির সিকুয়েলের জন্য।
মোট পাঁচটি ছবি ফ্লপের পর অক্ষয় কুমারের এই ছবির পর্দায় আসতে চলেছে। তার সঙ্গে অভিনয় থাকছেন পঙ্কজ ত্রিপাঠী। তিনি একজন শিব সেবক তবে তাঁর পরিবারে কি এমন বিপর্যয় নেমে আসবে, যার জন্য শিবকে মতে প্রকট হয়ে তার পাশে দাঁড়াতে হবে তাই এখন দেখার।