সেলেবদের মন্তব্য নিয়ে চর্চা হবে না এমনটা বিরল দৃশ্য। কেউ বেফাঁস কিছু মন্তব্য করা মানেই নেটদুনিয়ায় ট্রোলারদের পাতে নতুন টপিক। এই বিতর্ক কিংবা সমালোচনার হাত থেকে মুক্তি পাননি কেউই। খোদ অক্ষয় কুমার একবার পুরুষদের বিষয় মন্তব্য করে বিপত্তিতে পড়েছিলেন। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল তাঁর সেই মন্তব্য। পুরুষদের মহিলাদের প্রতি কু-নজরকে সমর্থন করছেন তিনি? উঠেছিল প্রশ্ন। মুহূর্তে কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি। এক সাক্ষাৎকারে অক্ষয় কুমারকে বলতে শোনা যায়, ”এমন কোনও পুরুষ হয় না, যার মধ্যে যৌন লালসা নেই। তার ভাবনা বিপথে চালিত হতে বাধ্য। এক পুরুষের DNA-এই সমীকরণে তৈরি। তিনি মহিলাদের দিকে নজর দেবেনই…।”
এরপরই অক্ষয় কুমারকে নিয়ে শুরু হয় বচসা। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই সাক্ষাৎকার। তবে এখানেই শেষ নয়, তিনি আরও বলেছিলেন, মূল বিষয় হল মহিলাদের সঙ্গে কীভাবে ব্যবহার করতে হবে। কেউ যদি এই সত্যি এড়িয়ে যান বা অস্বীকার করেন, তবে মানতে হবে মহিলাদের প্রতিটা তাঁর আকাঙ্খা তিনি লুকনোর চেষ্টা করছেন। তাঁর কথায়, পুরুষদের জন্য তাঁর খারাপ লাগে কারণ কেউ তাঁদের দিকে এই নজরে দেখেন না।
বর্তমানে অক্ষয় কুমার ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবি ওমাইগড ২ নিয়ে। তা সম্প্রতিতে সেন্সর বোর্ডে আটকেছে। বেশ কিছু সংলাপ ও দৃশ্য পাল্টে ফেলার নির্দেশও দেওয়া হয় ছবিকে। তবে এক শ্রেণী যেমন এই ছবি নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তেমনই আবার অপর শ্রেণী এই ছবির বিষয় বস্তুকে সাধুবাদ দিয়েছিলেন। এবার ছবিতে তিনি শিব লুকে ধরা দিতে চলেছেন। আগের বার কৃষ্ণ রূপে পর্দায় ধরা দিয়েছিলেন অক্ষয় কুমার। মায়ের নির্দেশ মেনে তিনি তখন থেকেই আমিষ খাবার খাওয়া ছেড়ে দিয়েছিলেন।