জয়া বচ্চন, যাঁকে নিয়ে একাধিক বিতর্ক বর্তমান বলিউডের অন্দরমহলে। না, কোনও পরকীয়া, কিংবা সম্পর্কের কারণে নয়, বরং পাপারাৎজিদের সঙ্গে মাঝে মধ্যেই বচসায় জড়িয়ে যেতে দেখা যায় বচ্চনকে। মাঝে মধ্যেই তিনি প্রতিবাদ করে জানান, তিনি ছবি দিতে ইচ্ছুক নন। সম্প্রতি এক ভিডিয়ো ভাইরাল হয় এই মর্মে। যেখানে প্রকাশ্যে দেখা যায় জয়া বচ্চনকে পাপারাৎজিদের বলতে ক্যামেরা না থাকলে তিনি ছবি দেবেন না। ফোনে তাঁর ছবি তোলা যাবে না। এখানেই শেষ নয়, কেউ ছবি তুলতে এলে তিনি স্পষ্টই প্রশ্ন করে বসেন, তিনি কোন সংবাদ মাধ্যম থেকে আসছেন? জয়া বচ্চন এবারও ঠিক এমকই কাণ্ড ঘটিয়ে বসলেন। মুম্বইয়ে রকি অউর রানি কি প্রেম কাহিনির প্রিমিয়ারে নেমেছিল তারকার ঢল।
সেখানেই নিমন্ত্রণ পেয়ে উপস্থিত হয়েছিলেন জয়া বচ্চন, অভিষেক বচ্চন ও শ্বেতা। সকলের আগে রেড কার্পেটে ঢুকতে দেখা যায় জয়া বচ্চনকে। তাঁকে দেখা মাত্রই পাপারাৎজিরা চিৎকার করতে শুরু করেন একটি মাত্র ছবি বা পোজ়ের জন্য। তবে জয়া বচ্চন মোটেও রাজি ছিলেন না ছবি দিতে। তিনি পলকে বলে বসেন, তিনি কানে শুনতে পান, চোখে মুখে তখন তাঁর বিরক্তির ছাপ। যা দেখে সকলেই এক প্রকার অবাক। এই ভিডিয়ো পলকে ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়।
এরপরই ওঠে ট্রোলের ঝড়। কেউ লিখলেন, এই রেখাকে আমরা এতটা পছন্দ করি, কেউ লিখলেন, এই মহিলা মোটেও পাপারাৎজিদের পছন্দ করেন না। কারও কথায়, এটানে কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে। ঝড়ের গতিতে ভাইরাল সেই ছবির খবর। একবার প্রকাশ্যে সাক্ষাৎকার থেকে তিনি উঠে বেরিয়ে যেতে চেয়েছিলেন। কারণ তাঁর সামনে বসে সকলে ছবি তুলছেন, তিনি মোটেও বিষয়টা পছন্দ করছিলেন না। আয়োজক সংস্থাকে জানিয়েছিলেন, এমনটা চলতে থাকলে তিনি সেখান থেকে চলে য়েতে বাধ্য হবেন।