রেখা কি সমকামী? দিন কয়েক ধরেই এই প্রশ্নেই উত্তাল বলিউড। রটছে একের পর এক রটনা। কার সঙ্গে রেখার নাম জড়িয়েছে জানেন? রেখার দীর্ঘদিনের সহকারী (ম্যানেজার) ফরজানার সঙ্গে। বেশ কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে ইয়াসির উসমান রচিত রেখার আত্মজীবনীতে নাকি লেখা আছে রেখার এই দিকটির কথাও। উসমানের যদিও দাবি, ভুল ভাবে ব্যাখ্যা করা হয়েছে তাঁর লেখাকে। এ সব নিয়েই যখন বলিউড উত্তাল তখন রেখাকে দেখা গেল ফরজানার সঙ্গে। বিতর্কের মাঝেই ‘সঙ্গী’কে নিয়ে কোথায় গেলেন তিনি?
রেখা আলিয়া ভাটকে খুব পছন্দ করেন। তাঁর ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র প্রিমিয়ার ছিল সম্প্রতি। তাতে যোগ দিতেই ফরজানাকে নিয়েই হাজির হন রেখা। পরেছিলেন সেই গরদের শাড়ি। চোখে সেই কালো সানগ্লাস, এক গাল হাসিতে পাপারাৎজিদের অভিবাদন করতে কিন্তু ভুললেন না তিনি। বিতর্ক যে তাঁকে প্রভাব ফেলেছে তা রেখাকে দেখে মোটেও মনে হয়নি। ফরজানাকে জড়িয়ে তাকিএ নিয়ে যে আলোচনা হচ্ছে তা নিয়ে মুখ খুলতেও দেখা যায়নি তাঁকে।
রেখা মানেই বিতর্ক। অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর প্রেম– কারও অজানা নয়। ১৯৯০ সালে ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে বিয়ে করেছিলেন রেখা। কিন্তু বিয়ের মাত্র সাত মাস যেতে না যেতেই রেখারই ওড়না জড়িয়ে আত্মহত্যা করেন মুকেশ। কেন তিনি আত্মহত্যা করেন, সে উল্লেখ করেননি কোথাও। তবে সুইসাইড নোটে লিখে গিয়েছিলেন, মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। মুকেশ তা মনে করলেও সাধারণ মানুষের বেশিরভাগ কিন্তু দোষী ঠাহরে ছিলেন রেখাকেই। ‘হুইচ হান্টিং’ কম হয়নি চিরসবুজ এই সুপারস্টারকে ঘিরে। সে সময় ফরজানাকে নিয়েও রটেছিল নানা রটনা। এমনটাও রটে ফরজানার জন্যই আত্মহত্যা করেন মুকেশ। ফরজানার উপর নিয়ন্ত্রণ নাকি স্বামী হিসেবে মেনে নিতে পারেননি তিনি। যদিও এ সবই রটনা। সত্যিটা যে আদপে কী? তা আজও লুকিয়ে নিয়ন আলোর অন্ধকারে।