বয়স ৮০ পার করেছে সদ্য। তবু এখনও তরতাজা যুবক অমিতাভ বচ্চন। দু’ বার কোভিডও থামাতে পারেনি তাঁকে। দমাতে পারেনি তাঁর অদম্য প্রাণশক্তিকে। একাধারে টিভিতে রিয়ালিটি শো’র সঞ্চালনা অন্যদিকে আবার বড় পর্দাতেও চুটিয়ে কাজ করছেন বিগ-বি। কিন্তু তাঁকে নিয়ে চিন্তায় তাঁর ভক্তরা। কোভিড পরিস্থিতিতে ভক্তদের সামনে আসা, তাঁদের সঙ্গে করমর্দন করা– এ সব কি ঠিক? কোনওভাবে আবারও আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই কি? প্রশ্ন করতেই অমিতাভের উত্তর, আপনার মন ভাল করে দেবে।
বিগ-বি’র কথায়, “একটা জিনিস বলতে চাই, যদি আমার দর্শকদের জন্য আমাকে অসুস্থ হতে হয় তবে তো আমি ভাগ্যবান। সংক্রমিত হয়ে আবারও অসুস্থ হতে আমার কোনও আপত্তি নেই। যদি আমার সঙ্গে তাঁদের দেখা হয় তবে হাত না বাড়িয়ে দিয়ে আমি চলে যেতে পারব না। ওঁরা যে আমার কাছে অনেক অনেক বেশি দামি।” নিজের শরীরকে তোয়াক্কা নেই তাঁর। অসুস্থতাকেও বুড়ো আঙুল। ভক্ত সামনে দাঁড়ালে ‘ভগবান’ হয়ে হাজির হতেই চান তিনি। ঠিক যেমন এ বারের জন্মদিনেও করেছিলেন। এর আগে প্রতি রবিবার বাড়ি জলসার সামনে সাধারণের উদ্দেশে হাত নাড়তেন তিনি। কিন্তু কোভিডের কারণে তা প্রায় বন্ধই করে দিয়েছিলেন তিনি। এবারে তাঁর জন্মদিনেও ভিড় করেছিল উৎসাহী জনতা। তাঁকে একবার দেখার আসায় পৌঁছে গিয়েছিল নির্ধারিত জায়গায়। অমিতাভ নিরাশ করেননি। হাত নেড়ে অভিবাদন জানিয়েছিলেন সক্কলকে।
এই মুহূর্তে কুইজ শো কউন বনেগা ক্রোড়পতির দায়িত্ব সামলাচ্ছেন তিনি। এই জার্নি শুরু হয়েছিল ২০০০ সালে। সঞ্চালনার দায়িত্ব প্রথম থেকেই সামলেছেন অমিতাভ। মাঝে শাহরুখের উপরে সেই দায়িত্ব ন্যস্ত হলেও সেই সিজন হিট হয়নি। হটসিটে যেন বিগ-বি’রই একচ্ছত্র অধিকার। ৮০-তেও তাই নট আউট তিনি। ইন্ডাস্ট্রির শাহেনশাহ উপাধি কি সাধে পেয়েছেন তিনি?