Bramhastra Controversy: ‘লাভস্টোরিয়া’ বিতর্কে অবশেষে নীরবতা ভাঙলেন ‘কেসরিয়া’ গানের লেখক অমিতাভ

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Aug 09, 2022 | 6:25 PM

Controversy: এই প্রথম কোনও গানের প্রসঙ্গে মিম বা হ্যাসট্যাগ তৈরি হল। যা ঘিরে বিতর্ক বর্তমানে তুঙ্গে।

Follow Us

ব্রহ্মাস্ত্র ছবির প্রথম মুক্তি পাওয়া গান কেসরিয়া নিয়ে বিতর্কের ঝড় উঠতে দেখা যায় সোশ্যাল মিডিয়ার পাতায়। আলিয়া ও রণবীরের বিয়ের দিন সকালেই এই গানের টিজ়ার মুক্তি পেয়েছিল। তখন সকলের মনে জায়গা করে নিয়েছিল এই গান। ঝড়ের গতিতে তা ভাইরাল হয়ে উঠেছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। সকলেই ভালবাসায় ভরিয়ে দিয়েছিল এই গানকে। তবে সম্পূর্ণ গান মুক্তি পেতেই তা রীতিমত রোষের শিকার হয়ে ওঠে। সকলের আপত্তি কেবল একটাই শব্দে, লাাভস্টোরিয়া। এবার এই বিতর্কে মুখ খুললেন খোদ গানের লেখক অমিতাভ ভট্টাচার্য।

তাঁর কথায় এই প্রথম তাঁকে নিয়ে এই ধরনের বিতর্ক হল। এত গান তিনি লিখেছেন। তিনি বুঝে উঠতে পারলেন না, এই একটা শব্দে এত সমস্যা কেন তৈরি হল। গান মুক্তির পরই যে তা ঘিরে এই পর্যায় বিতর্ক তৈরি হচ্ছে তিনি বুঝতেও পারেননি। সবটা জানতে পারেন ২৪ ঘণ্টার পর। তখন রীতিমত অবাক হয়েছিলেন তিনি। একটা শব্দকে কেন্দ্র করে এত কিছু ঘটে যাবে তিনি বুঝতে পারেননি। তবে তাঁর কথায়, একটা সময়ের পর তিনি বিষয়টাকে বেশ আনন্দের সঙ্গে গ্রহণ করেছিলেন।

 

কারণ এই প্রথম কোনও গানের প্রসঙ্গে মিম বা হ্যাসট্যাগ তৈরি হল। যা ঘিরে বিতর্ক বর্তমানে তুঙ্গে। ব্রহ্মাস্ত্র ছবির দ্বিতীয় গানের সঙ্গে প্রথম গানের এই তুলনামুলক আলোচনাই বা কেন। সবটা নিয়ে নিজের মন্তব্য রাখলেন অমিতাভ ভট্টাচার্য। তাঁর প্রতিটা গান মুহূর্তে ভক্তদের মনে জায়গা করে নেয়। তবে কেসরিয়া যেখানে ছবির একটি বিশেষ আকর্ষণ হয়ে ওঠার কথা ছিল, সেখানেই একটা শব্দকে ঘিরে সোশ্যাল মিডিয়া তোলপাড়া হওয়াতে বেশ কিছুটা অবাকই হয়েছিলেন অমিতাভ। যদিও তা মজার সঙ্গে গ্রহণ করেছেন বলেন দাবি তাঁর।

ব্রহ্মাস্ত্র ছবির প্রথম মুক্তি পাওয়া গান কেসরিয়া নিয়ে বিতর্কের ঝড় উঠতে দেখা যায় সোশ্যাল মিডিয়ার পাতায়। আলিয়া ও রণবীরের বিয়ের দিন সকালেই এই গানের টিজ়ার মুক্তি পেয়েছিল। তখন সকলের মনে জায়গা করে নিয়েছিল এই গান। ঝড়ের গতিতে তা ভাইরাল হয়ে উঠেছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। সকলেই ভালবাসায় ভরিয়ে দিয়েছিল এই গানকে। তবে সম্পূর্ণ গান মুক্তি পেতেই তা রীতিমত রোষের শিকার হয়ে ওঠে। সকলের আপত্তি কেবল একটাই শব্দে, লাাভস্টোরিয়া। এবার এই বিতর্কে মুখ খুললেন খোদ গানের লেখক অমিতাভ ভট্টাচার্য।

তাঁর কথায় এই প্রথম তাঁকে নিয়ে এই ধরনের বিতর্ক হল। এত গান তিনি লিখেছেন। তিনি বুঝে উঠতে পারলেন না, এই একটা শব্দে এত সমস্যা কেন তৈরি হল। গান মুক্তির পরই যে তা ঘিরে এই পর্যায় বিতর্ক তৈরি হচ্ছে তিনি বুঝতেও পারেননি। সবটা জানতে পারেন ২৪ ঘণ্টার পর। তখন রীতিমত অবাক হয়েছিলেন তিনি। একটা শব্দকে কেন্দ্র করে এত কিছু ঘটে যাবে তিনি বুঝতে পারেননি। তবে তাঁর কথায়, একটা সময়ের পর তিনি বিষয়টাকে বেশ আনন্দের সঙ্গে গ্রহণ করেছিলেন।

 

কারণ এই প্রথম কোনও গানের প্রসঙ্গে মিম বা হ্যাসট্যাগ তৈরি হল। যা ঘিরে বিতর্ক বর্তমানে তুঙ্গে। ব্রহ্মাস্ত্র ছবির দ্বিতীয় গানের সঙ্গে প্রথম গানের এই তুলনামুলক আলোচনাই বা কেন। সবটা নিয়ে নিজের মন্তব্য রাখলেন অমিতাভ ভট্টাচার্য। তাঁর প্রতিটা গান মুহূর্তে ভক্তদের মনে জায়গা করে নেয়। তবে কেসরিয়া যেখানে ছবির একটি বিশেষ আকর্ষণ হয়ে ওঠার কথা ছিল, সেখানেই একটা শব্দকে ঘিরে সোশ্যাল মিডিয়া তোলপাড়া হওয়াতে বেশ কিছুটা অবাকই হয়েছিলেন অমিতাভ। যদিও তা মজার সঙ্গে গ্রহণ করেছেন বলেন দাবি তাঁর।

Next Article