প্রায় পাঁচ লক্ষ ফলোয়ার, দেখতে হুবহু এসআরকে, ইব্রাহিম জ্বরে বুঁদ নেটদুনিয়া
নাম ইব্রাহিম কাদরি। পেশায় অভিনেতা। ইব্রাহিম জানেন তাঁকে দেখতে অনেকটাই শাহরুখের মতো। আর এই ইউএসপিকেই নিজের পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি।
হঠাৎ দেখলে আলাদা করার উপায় নেই। অবিকল সেই হাসি, সেই লুক্স, নেই শুধু ডিম্পলটাই। কিং খানের এই হামসকলকে নিয়েই এখন মাতামাতি নেটদুনিয়ায়। অবাক ভক্তরা! এও কী সম্ভব?
নাম ইব্রাহিম কাদরি। পেশায় অভিনেতা। ইব্রাহিম জানেন তাঁকে দেখতে অনেকটাই শাহরুখের মতো। আর এই ইউএসপিকেই নিজের পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি। কিং খানের বডি ডাবলের দরকার হলে পৌঁছে যান ইব্রাহিম। অথবা স্থানীয় শো’তে যেখানে শাহরুখকে আনার জো নেই সেখানে ইব্রাহিমই চলে যান শাহরুখের আর এক ভার্সন হয়ে।
তাঁর গোটা ইনস্টাগ্রাম ঘাঁটলেই চোখে পড়বে শাহরুখ স্টাইলেই নিজেকে সাজিয়ে রাখেন ইব্রাহিম। রিল ভিডিয়োতেও শাহরুখের গান। তাঁর ভক্তসংখ্যা কিন্তু নেহাতই কম নয়। হঠাৎ করে দেখলে আপনিও শাহরুখ বলে গুলিয়ে ফেলতেই পারেন। তাঁর কিছু ছবি এবং ভিডিয়ো হঠাৎই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা দেখে চক্ষু চড়কগাছ সিনেপ্রেমীদের। সবার একটাই কথা, “এ যে অবিশ্বাস্য’।
আরও পড়ুন-‘আফগানিস্তানে গিয়ে কোরান পাঠ করেছিলেন লোকনাথ বাবা, আমার রোজা রাখার ইচ্ছে তো ওঁকে দেখেই’
View this post on Instagram