Ananya Pandey: ঘরেই চলছে ব্যবসা, বাবা চাঙ্কি পাণ্ডের কী কিনলেন অনন্যা? দাম ১১…

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Apr 28, 2023 | 3:10 PM

Viral News: তবে এবার আর সমালোচনা নয়। বরং এক মজার কাণ্ড ঘটল এই পরিবারে। ঝড়ের গতিতে ভাইরাল হলেন দুই স্টার। বাড়িতেই চলছে ব্যবসা?

Ananya Pandey: ঘরেই চলছে ব্যবসা, বাবা চাঙ্কি পাণ্ডের কী কিনলেন অনন্যা? দাম ১১...

Follow Us

অনন্যা পান্ডে আর সোশ্যাল মিডিয়া ট্রোলিং, দুই যেন সমান্তরালেই চলতে থাকে। বি-টাউনে পা রাখা মাত্রই কোথাও গিয়ে যেন মাঝে মধ্যেই তাঁকে কড়া সমালোচনার শিকার হতে হয়। আর এই পর্যায় প্রতিটা ধাপে গিয়ে যেন স্পটলাইট থাকে অনন্যা ওপর, কখন কী বলছেন, কী পড়ছেন, বি-টাউনের এই স্টারকে ঘিরে নিত্য নতুন সমালোচনার ঝড় ওঠে। সম্প্রতি গেহরাইয়া স্টার, নেট দুনিয়ায় ভাইরাল হয়েছেন তাঁর ফ্যাশন স্টেটমেন্টে। খোলামেলা পোশাকে সে কতটা স্বাভাবিক, তা নিয়ে প্রশ্নের কোনও অবকাশ নেই। তবে হটনেসে অনন্যাকে লাইন ক্রশ না করার উপদেশও দেয় নেটদুনিয়ার। দেখা যাচ্ছে শরীর, স্পষ্ট অন্তর্বাস, কেন এমন পোশাক! নেটদুনিয়ায় প্রশ্নে যখন আবারও ট্রোলের শিকার অনন্যা পাণ্ডে।

তবে মেয়ের পক্ষে দাঁড়াতে কোনওদিন দুবার ভাবেননি অভিনেতা চাঙ্কি পাণ্ডে। মেয়ের প্রতিটা পদক্ষেপেই নজর থাকে বাবা চাঙ্কি পান্ডের। চুপ থাকতে না পেড়ে জানিয়েছিলেন, কী ভাবছেন! সন্তানকে কড়া শাসন করছেন তিনি! না, মোটেও না, বরং এবার তিনি নিজের মেয়ের হয়ে সরব হলেন। জানিয়ে দিলেন, ‘অনন্যা কি পরবে, কী পরবে না, তা তাঁকে বুঝিয়ে দেওয়া প্রয়োজন নেই।’ মেয়ের স্বাধীনতায় বরাবরই হস্থক্ষেপ করতে নারাজ ছিলেন তিনি।

তবে এবার আর সমালোচনা নয়। বরং এক মজার কাণ্ড ঘটল এই পরিবারে। ঝড়ের গতিতে ভাইরাল হলেন দুই স্টার। বাড়িতেই চলছে ব্যবসা? ভাবছেন তো কীসের ব্যবসা, চাঙ্কি পাণ্ডে ও অনন্যা পাণ্ডের মধ্যে কীসের লেনদেন হল? সামনে বসানো একবাটি পাস্তা। তা দেখে এঁকে ফেললেন চাঙ্কি পাণ্ডে। আর সেই আঁকাই কিনলেন এবার অনন্যা পাণ্ডে। দাম দিলেন মাত্র ১১ টাকা। মজার এই পোস্ট বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Next Article