প্রয়াত হলেন মরাঠি ছবি এবং টিভি শো’র আর্ট ডিরেক্টর রাজু সাপ্তে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান আত্মহত্যা করেছেন তিনি। শনিবার তাঁর বাড়ি থেকে প্রাণহীন দেহ উদ্ধার করেছে পুলিশ। তদন্তে উদ্ধার হয়েছে এক ভিডিয়ো, যা মৃত্যুর কিছু সময় আগেই রাজু রেকর্ড করেছিলেন বলে ধারণা পুলিশের।
ভিডিয়োয় এক ব্যক্তির বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনেছেন রাজু। জানিয়েছেন, ওই ব্যক্তির জন্যই এমন রাস্তা বেছে নিতে বাধ্য হচ্ছেন তিনি। সেই ব্যক্তির নাম উল্লেখ করে রাজু জানিয়েছেন, তিনি এক শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত।
কী বলেছেন তিনি ভিডিয়ো বার্তায়? তাঁর অভিযোগ বিগত বেশ কিছু দিন ধরে ওই ব্যক্তি কিছু কর্মচারীকে তাঁর বিরুদ্ধে বেতন বাকি রাখার মিথ্যে অভিযোগে উস্কে যাচ্ছেন। তিনি বলেছেন, “আমি কারও বেতন বাকি রাখিনি। আমার হাতে এই মুহূর্তে পাঁচটি প্রজেক্ট রয়েছে। আমার খুব তাড়াতাড়ি কাজ শুরু করা প্রয়োজন। কিন্তু ও আমায় কাজ করতে দিচ্ছে না। এই কারণেই একটি প্রজেক্ট হাতছাড়া হয়ে গিয়েছে। এর প্রতিবাদেই আমি আত্মহত্যা করছি।” ইতিমধ্যেই ওই ব্যক্তির বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেছে পুলিশ। গোটা ঘটনার দ্রুত তদন্ত করে সত্যি প্রকাশ করার কথা ঘোষণা করেছে পুলিশ।