Atif Aslam: ভরা মঞ্চে আতিফের দিকে ছোড়া হল টাকা! ‘উচিৎ শিক্ষা’ গায়কের

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 27, 2023 | 8:34 PM

Atif Aslam: মঞ্চে গান গাইতে উঠেছিলেন আতিফ আসলাম! কিন্তু গান গাইতে উঠে এভাবে যে অপদস্থ হতে হবে তাঁকে, তা বোধহয় নিজেও ভাবেননি তিনি। কিন্তু হতে হল! গায়ক যখন পুরোদমে উৎসাহ নিয়ে গান গাইছেন, ঠিক তখনই তাঁর দিকে উড়ে এল টাকার ফোয়ারা। রেগে গেলেন তিনি। তারপর? কী প্রতিক্রিয়া দিলেন জানেন?

Atif Aslam: ভরা মঞ্চে আতিফের দিকে ছোড়া হল টাকা! উচিৎ শিক্ষা গায়কের
গায়কের প্রতিক্রিয়া দেখলে চমকে যাবেন!

Follow Us

মঞ্চে গান গাইতে উঠেছিলেন আতিফ আসলাম! কিন্তু গান গাইতে উঠে এভাবে যে অপদস্থ হতে হবে তাঁকে, তা বোধহয় নিজেও ভাবেননি তিনি। কিন্তু হতে হল! গায়ক যখন পুরোদমে উৎসাহ নিয়ে গান গাইছেন, ঠিক তখনই তাঁর দিকে উড়ে এল টাকার ফোয়ারা। রেগে গেলেন তিনি। তারপর? কী প্রতিক্রিয়া দিলেন জানেন?

টাকা তাঁর দিকে উড়ে আসতেই কিছু মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে যান আতিফ। এর পরেই গান থামিয়ে দেন তিনি। গম্ভীর হয়ে যায় তাঁর মুখ। এর পরেই নিজেকে সামলে নিয়ে আতিফ বলেন, “এই যে বন্ধু। এক কাজ করুন। এই টাকাগুলো দান করুন। এভাবে পয়সা নষ্ট করবেন না। টাকার এভাবে অপমান করা উচিৎ না। আমার দিকে ছুড়বেন না।” চাইলেই ওই ব্যক্তিকে পাল্টা অপমান করতে পারতেন তিনি। তবে না, তা তিনি করেননি। বরং ঠাণ্ডা মাথায় সামলেছেন এই গোটা বিষয়টাই। প্রিয় গায়ক গান গাইতে ওঠার পর তাঁকে টাকা ছোঁড়ার ঘটনা কিন্তু নতুন নয়। এর আগে অরিজিৎ সিংয়ের সঙ্গেও ঘটে অনুরূপ ঘটনা। বেশ খানিক রেগেই গিয়েছিলেন অরিজিৎ। যদিও শান্ত মাথায় ঘটনা সামাল দিতে দেখা গিয়েছিল তাঁকেও। আতিফের সঙ্গে ঘটনা ঘটনায় রেগে গিয়েছেন তাঁর ভক্তরা। তাঁদের পাল্টা প্রশ্ন, “এ কী ধরনের ভদ্রতা”?

প্রসঙ্গত, গত মার্চ মাসেই তৃতীয় বার বাবা হন আতিফ। কন্যা সন্তান আসে ঘর আলো করে। এর আগে দুই বার পুত্র সন্তানের বাবা হয়েছিলেন তিনি। তাঁর মেয়ের নাম রাখেন হালিমা আতিফ আসলাম।

Next Article