Ayushmann-Aparshakti: কাঁধ দিলেন দুই ছেলে, বাবার শেষকৃত্যে আয়ুষ্মান-অপার

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

May 20, 2023 | 1:14 PM

Viral Video: সাদা পাঞ্জাবীতে এদিন দেখা গেল দুই বলিউড স্টারকে। রোখে রোদ চশমা। কাঁধে গামছা নিয়ে বাবাকে গাড়ি থেকে নামিয়ে কাঁধ দিলেন দুই।

Ayushmann-Aparshakti: কাঁধ দিলেন দুই ছেলে, বাবার শেষকৃত্যে আয়ুষ্মান-অপার

Follow Us

শুক্রবারই মিলেছিল দুঃসংবাদ। পিতৃহারা আয়ুষ্মান খুরানা ও অপারশক্তি খুরানা। পি খুরানার প্রয়াণের খবর সামনে আসতেই বলিউডে নেমে আসে শোকের ছায়া। রাত পোহাতেই বাবার শুরু হয় শেষ কৃত্য। শনিবার সকাল থেকেই এই স্টারের বাড়িতে বহু মানুষের সমাগম ঘটে। বেলা বারলেই শুরু হয় অন্তিমযাত্রার প্রস্তুতি। সাদা পাঞ্জাবীতে এদিন দেখা গেল দুই বলিউড স্টারকে। রোখে রোদ চশমা। কাঁধে গামছা নিয়ে বাবাকে গাড়ি থেকে নামিয়ে কাঁধ দিলেন দুই। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় শোকজ্ঞান জানান অনুরাগীরা। শুক্রবার বাবার মৃত্যু খবর সামনে এনেছিলেন অপারশক্তি খুরানার টিম। এ প্রসঙ্গে অপারশক্তির মুখপাত্রের তরফে সংবাদমাধ্যমে বলা হয়, “শুক্রবার মোহালিতে সকাল সাড়ে দশটা নাগাদ মৃত্যু হয় তাঁর। অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। এক কঠিন সময়ে সকলকে পাশে চাইছি।”

পেশায় সংখ্যাতত্ত্ববিদ ছিলেন পি খুরানা। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া। বাবার খুব কাছের ছিলেন দুই ছেলেই। এর আগে বহুবার বহু সাক্ষাৎকারে বাবাকে নিয়ে মুখ খুলেছিলেন তাঁরা। তবে শেষ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন পি খুরানা। তবে এই ভিডিয়ো সামনে আসার পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া নেটিজ়েনদের মধ্যে। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই পোস্ট। কমেন্ট বক্স অনেকেই এসে লিখে যাচ্ছেন, এই মুহূর্তটাতে অন্তত তাঁদের একটু একা থাকতে দেওয়া হোক। এই সময় ক্যামেরা ম্যানদের ভিড় জমানো নিয়ে প্রতিবাদ কের এক নেটিজ়েন বললেন, লজ্জা করে না, এই মুহূর্তের ভিডিয়ো করতে।

কেউ কেউ আবার আয়ুষ্মান ও অপারশক্তিকেও রীতিমত একহাত নিলেন। বাবার শেষ কৃত্যেও চোখ থেকে খুলল না চশমা, এটা কি নতুন ফ্যাশন, প্রশ্ন একাংশের। তখনই আবার পাল্টা জবাব দিয়ে অপর অংশ জানান, চোখের জল ঢাকতেই চশমা পরে রয়েছেন এই চশমা। বাবার মৃত্যুতে যদিও কোনও বাড়াবাড়ি করতে দেখা যায়নি এই দুই স্টারকে। ঘরোয়াভাবেই একান্তে শেষ কৃত্য সারলেন আয়ুষ্মান-অপার।

Next Article