দেড় বছর কেটে গিয়েছে। গোটা দেশ মহামারীর সঙ্গে এ যেন এক লড়াই। এ লড়াই আমাদের জিততেই হবে। করোনার দাপটে হাজার হাজার মানুষের জীবিকা নির্বাহ ব্যাহত হচ্ছে শুধু তা নয়, যাঁরা তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের হৃদয়েও এটি গভীর শূন্যতায় ফেলেছে। মহামারী সকলকে বিচ্ছিন্ন করে দিয়েছে। সেলিব্রিটি, যাঁদের জীবন জনসাধারণের চারপাশে জুড়ে ছিল, তাঁরাও কেমন যেন স্থবির হয়ে গিয়েছে।
আরও পড়ুন ঋতুহীন আট বছর: ঋতুপর্ণ ঘোষের জীবনের অজানা কিছু গল্প
এমত এক সময়ে, অভিনেতা আয়ুষ্মান খুরানা যিনি একের পর এক লাইভ পারফর্ম্যান্সে দর্শকের বিনোদন জুগিয়েছেন তিনি নিজের লাইভ পারফর্ম্যান্সেরর ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে লেখেন, “আমরা কি সুরঙ্গের শেষে আলো দেখছি? যখনই আমি আবার এটা করব, আমি সম্ভবত কেঁদেই ফেলব।” সত্যিই গত কয়েক মাস ধরে মঞ্চে পারফর্ম্যান্স থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছেন কত-কত শিল্পী। কিন্তু আবার তাঁরা যখনস্বমহিমায় মঞ্চে ফেরত আসবেন, তা৩ সত্যিই দেখার মতো হবে।
কোভিড ১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে সরকারকে সহায়তা করতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করতে চলেছেন আয়ুষ্মান খুরানা এবং তাঁর স্ত্রী তাহিরা কাশ্যপ। করোনার দ্বিতীয় ঢেউয়ে গত কয়েক মাস ধরে ভীষণভাবে আক্রান্ত হয়ে পড়েছে মুম্বইনগরী। এবং সে কারণে একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে সরকার। অসুস্থদের পরিষেবা দেওয়ার প্রচেষ্টার কাজ চালিয়ে যাচ্ছে সরকার। মহারাষ্ট্র সরকারের পাশে দাঁড়াতে ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য করার ঘোষণা করেন আয়ু্ষ্মান-তাহিরা। তাঁর শেষ পোস্ট করা বিবৃতিতে আয়ুষ্মান লেখেন, “আমরা গত বছর থেকে ঝড়ের মধ্যে পড়েছি। এই মহামারী আমাদের হৃদয় ভেঙেছে, আগে কখনও এত যন্ত্রণা-কষ্ট সহ্য করতে হয়নি, একে অপরের সঙ্গে পারস্পরিক নির্ভতার মাধ্যমে কীভাবে আমাদের এই মানবিক সংকট মোকাবেলা করতে হবে তাও শিখিয়েছে। আজ আবার এই মহামারী আমাদের ধৈর্য, স্থিতিস্থাপকতা এবং পারস্পরিক সমর্থনের পরীক্ষা নিচ্ছে। ভারতজুড়ে, মানুষ একে অপরের পক্ষে যথাসম্ভব পাশে থাকার জন্য এগিয়ে এসেছে এবং তাহিরা এবং আমি প্রত্যেককেই ধন্যবাদ জানাই যাঁরা আমাদের আরও বেশি কিছু করতে অনুপ্রাণিত করেছে।”