মারা গিয়েছেন প্রিয় বন্ধু। শোকে মুহ্যমান কাজল। তাঁর সোশ্যাল ওয়ালের পাতায় আজ শুধুই সেইও বন্ধুর ছবি। কিছু মধুর স্মৃতি। শনিবারেই কোভিডে মারা গিয়েছেন একদা সাংবাদিক-প্রযোজক রায়ান স্টিফেন। কাজলের সঙ্গে তাঁর বন্ধুত্ব সেই ছোটবেলা থেকেই। বন্ধুর শোকে শনিবার একটা কথাও শেয়ার করেননি অভিনেত্রী। অথচ আজ তাঁর ইনস্টাগ্রামের পাতায় ফিরে ফিরে এসেছে রায়ানের কোলাজ।
রায়ানের উদ্দেশ্যে কাজল লিখেছেন, “আমায় বল স্বর্গ রয়েছে…বল তা সত্যি… বল ওই স্বর্গেই মৃত্যুর পর সবাই যায়…বল যারা চলে গেল ওরা সবাই এখন খুশি রয়েছে। সারাজীবন ভালবাসব রায়ান। সারাজীবনের বন্ধু তুমি। শুধু সারাজীবন নয়। জীবনের পরেও…মনে আছে?”
শনিবার রায়ানের মৃত্যুর খবর আসতেই আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, নেহা ধুপিয়া, কিয়ারা আডবাণী, মনোজ বাজপেয়ী সহ বহু তারকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেষ শ্রদ্ধা জানিয়েছিলেন। আলিয়া লিখেছিলেন, ‘রেস্ট ইন পিস রায়ান’। কিয়ারা লিখেছেন, ‘আমাদের সকলের প্রিয় রায়ান কত তাড়াতাড়ি চলে গেল’। অভিনেত্রী দিয়া মির্জার সঙ্গেও বন্ধুর সম্পর্ক ছিল রায়ানের। প্রিয় বন্ধুর প্রয়াণে ভেঙে পড়েছিলেন দিয়া। তিনি লিখেছিলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না, তুমি নেই…’।
আরও পড়ুন- ইয়াসে গৃহহীন মানুষের পাশে নীল-তৃণা, শুরু করলেন নয়া উদ্যোগ
‘ইলেকট্রিক অ্যাপেলস্ এন্টারটেনমেন্ট’-এর সহ নির্মাতা ছিলেন রায়ান। ‘ইন্দু কি জওয়ানি’ ছাড়াও ‘দেবী’র মতো ছবি প্রযোজনা করেছিলেন। ‘জিসম’, ‘পাপ’, ‘এলওসি’-র মতো ছবির সঙ্গে জড়িয়েছিল রায়ানের কাজ। প্রথমে সাংবাদিকতা, পরে পাবলিক রিলেশনের কাজ করেন রায়ান। সেখান থেকেই প্রযোজনা শুরু। তাঁর এই অকাল প্রয়াণ মেনে নিতে পারছেন না কেউই।