সেলেবরা সামনে যেমন পিছনেও কি সত্যি তেমন? অনেকের মনেই এমন প্রশ্ন বর্তমান। সেলেবরা যা করেন তা অধিকাংশটাই নাকি লোক দেখানো। সে খাবারের সঙ্গে পোজ় দেওয়াই হোক কিংবা বাড়িতে রান্না করা, অধিকাংশরাই বিশ্বাস করেন না সেলেবরা এমনটাও করতে পারেন। সাধারণ মানুষের মতো জীবন যাপন করতে পারেন। এবার এই মর্মে মুখ খুললেন অভিনেত্রী ভাগশ্রী। ম্যায় নে পেয়ার কিয়া ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন ভাগশ্রী। কোথাও গিয়ে যেন তিনি বলিউড থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তই নিয়েছিলেন। তবে এতবধরে তাঁর অভিজ্ঞতা একজন অভিনেত্রী হিসেবে যে খুব একটা সুখকর নয়, তা এবার এক কথায় বুঝিয়ে দিলেন সলমন খানের প্রথম নায়িকা। তাঁর কথায়, মানুষ বড্ড বেশি অসহিষ্ণু ও বদমেজাজি। কিন্তু একথা কেন বললেন অভিনেত্রী?
সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাগ্যশ্রীকে বলতে শোনা যায়, ”অধিকাংশ ক্ষেত্রেই মানুষ বিশ্বাস করেন যাঁরা বলিউডে কাজ করেন, তাঁরা বোধহয় ভাল নয়। তবে এটাই সমস্যা সৃষ্টি করে যখন মানুষ এই মর্মে বদমেজাজি হয়ে ওঠেন। তাঁদের ধারণাই যেন বদ্ধমূল হয়ে যায়। আমাদের সবসময় প্রমাণ করে যেতে হচ্ছে। যখন কেউ সেলেবদের কোনও সোশ্যাল পোস্ট দেখেন, কেউ রান্না করছেন, কেউ ঘর পরিস্কার করছেন, সকলেই মনে করেন এটা লোক দেখান। এসব কাজ সেলেবরা করেন না। কারণ তাঁদের বাড়িতে প্রচুর সহকারী। বাড়ি আমাদের, তাই আমাদেরই পরিস্কার রাখতে হবে। আমরা যখন খেতে পারছি, রান্না করতে পারব না? আমরা আপনাদের মতোই সাধারণ। এটা বাস্তব সমস্যা, যখন মানুষ অনেক বেশি বদ মেজাজি হয়ে ওঠেন।” তবে এ সত্য কেবল ভাগ্যশ্রীর জন্যই নয়, অধিকাংশ সেলেবদেরই এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তাঁদের করা যে কোনও পোস্টই প্রাথমিকভাবে সমালোচনার কেন্দ্রে জায়গা করে নেয়।