Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jacqueline Fernandez: জ্যাকলিন ফার্নান্ডিজকে কেন ডেকে পাঠাল ইডি?

২৫ সেপ্টেম্বর ই ডি অফিসে যেতে বলা হয়েছে জ্যাকলিনকে।

Jacqueline Fernandez: জ্যাকলিন ফার্নান্ডিজকে কেন ডেকে পাঠাল ইডি?
জ্যাকলিন।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 16, 2021 | 9:02 PM

সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে আর্থিক নয়ছয়ের অভিযোগ আসে। সেই মামলায় ই ডি (এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট) ডেকে পাঠিয়েছে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডিজকে।

জানা গিয়েছে, ২৫ সেপ্টেম্বর ই ডি অফিসে যেতে বলা হয়েছে জ্যাকলিনকে। সেই জন্য দিল্লিতে আসতে হবে অভিনেত্রীকে। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের (পি এম এল এ) নিরিখে জ্যাকলিনের বয়ান রেকর্ড করা হবে সে দিন।

চন্দ্রশেখর ও জ্যাকলিনের মধ্যে টাকাপয়সা নিয়ে কোনও আদানপ্রদান হয়েছে কিনা খতিয়ে দেখতে চায় ই ডি। আরও এক বলিউড অভিনেতাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে ই ডি।

অভিযোগ, এক বছরের মধ্যে এক ব্যবসায়ীর থেকে ২০০ কোটি টাকা অবৈধভাবে নিয়েছিলেন চন্দ্রশেখর। দিল্লির রোহিনী জেলে অভিযোগ দায়ের করা হয়েছিল। শুধু তাই নয়, এ ধরনের আরও ২০টি মামলা আছে তার বিরুদ্ধে। জেলের ভিতরে বসে টাকা নয়ছয় করার কাণ্ডের সঙ্গে যুক্ত থেকেছে চন্দ্রশেখর।

সুকেশের সহকারী ও স্ত্রী লীনা মারিয়া পালের বাড়িও রেড করেছিল ই ডি। অনুমান করেছিল, তিনিও এই মামলার সঙ্গে যুক্ত। লীনা একজন অভিনেতা। বহু মালায়ালাম ছবিতে কাজ করেছেন তিনি। জন আব্রাহাম অভিনীত ‘মাড্রাস ক্যাফে’তে কাজ করেছিলেন লীনা। সুকেশ, লীনা, আরও চার সহকারী ও কয়েকজন জেল কর্মীকে দিল্লি পুলিশ গ্রেফতার করে।

২০০৬ সালে শ্রীলঙ্কার মিস ইউনিভার্স পেজেন্ট জিতেছিলেন জ্যাকলিন। ২০০৯ সালে ‘আলাদিন’ ছবির হাত ধরে বলিউডে প্রবেশ করেন সিংহলি কন্যা। ‘মার্ডার টু’, ‘হাউজ়ফুল টু’, ‘রেস টু’, ‘কিক’, ‘হাউজফুল থ্রি’-র মতো ছবি:তে কাজ করেছেন জ্যাকলিন।

আরও পড়ুন: Kaun Banega Crorepati 13: জ্ঞান ও অভিজ্ঞতার মধ্যে পার্থক্য কোথায়, জানালেন অমিতাভ বচ্চন

আরও পড়ুন: অভিষেক-ঐশ্বর্যর অদেখা বিয়ের ছবি পোস্ট নেটিজ়েনের; দেখে কী বললেন অভিষেক?

আরও পড়ুন: Ankita Lokhande: “তুমিই আমার মানব”, কার উদ্দেশে এমন কথা অকপটে বললেন অঙ্কিতা