Raveena Tandon: সন্তানদের কাছ থেকে নিজের অতীত লোকাতে চান না রবিনা, তাঁর জীবন তাই খোলা খাতা তাঁদের কাছে

Bollywood Gossip: অভিনেত্রী এও বিশ্বাস করেন যে এখন সোশ্যাল মিডিয়ার যুগে তারকারাও নিজেদের কথা বলার পথ খুঁজে পেয়েছেন। নিজের বক্তব্য সরাসরি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অনুরাগীদের কাছে পৌঁছে দিতে পারেন তাঁরা। আগে এমনটা ছিল না। ফলে তারকাদের সংবাদ মাধ্যমের উপর নির্ভর করতে হত।

Raveena Tandon: সন্তানদের কাছ থেকে নিজের অতীত লোকাতে চান না রবিনা, তাঁর জীবন তাই খোলা খাতা তাঁদের কাছে
রবিনা ট্যান্ডন
Follow Us:
| Edited By: | Updated on: Oct 01, 2023 | 1:14 PM

বড় হওয়ার সঙ্গে-সঙ্গে সন্তানরাও বাবা-মায়ের পরম বন্ধু হয়ে ওঠে, তা আরও একবার প্রমাণ করলেন বলিউডের অন্যতম নজর কাড়া অভিনেত্রী রবিনা ট্যান্ডন। তাঁর রূপের ছটায় একসময় রাতের ঘুম উড়ত দর্শকের। ‘টিপ টিপ বরসা পানি’তে, ভেজা শরীরে তাঁর ঠুমকা যেন এখনও পাগল করার ক্ষমতা রাখে দর্শকদের। একসময় বলিউডে রাজ করেছেন তিনি। জীবনে স্বাভাবিক ভাবেই এসেছে পুরুষ। অক্ষয় কুমারের প্রেমে পড়েছিলেন তিনি। সেড়ে ফেলেছিলেন বাগদানও। তবে সেই সম্পর্ক স্বীকৃতি পায়নি। তবে এ বিষয়ে কোনও রাখঢাক নেই তাঁর। সন্তানদের অতীত সম্পর্কে কিচ্ছু লোকাননি তিনি।

বলিউড সেনসেশন রবিনা চার সন্তানের মা। স্বামী অনিল থাদনি ও তাঁর দুই সন্তান রয়েছে রণবীর ও রাশা। এরপর দুই কন্যা সন্তান ছায় ও পূজাকে দত্তক নেন তিনি। আর সন্তানদের কাছে তাঁর অতীত খোলা খাতার মতো। তারকাদের জীবন নিয়ে মুচমুচে গসিপ হয়েই থাকে। আর এই বাজার চলতি গসিপের কথা নিজের মুখেই সন্তানদের জানিয়ে এসেছেন তিনি। কারণ কোনও না কোনও ভাবে তাঁরা জানতেই পারবেন, তাই তার থেকেতাঁদের নিজের মুখেই সবটা জানিয়ে দিতে চান তিনি। এবিষয়ে রবিনার বক্তব্য, “আমার ব্যাক্তিগত ও অতীত জীবন ওদের কাছে খোলা বইয়ের মতো। কারণ আমি জানি আজ না জানলেও ওরা কোনওদিন ঠিকই জানতে পারবে। হতে পারে খারাপ কিছু জানল, কারণ সবাই জানে ৯০-এর দশকে কীভাবে রঙ চড়িয়ে খবর প্রকাশিত হত। খবরে না ছিল সততা না ছিল নৈতিকতা।”

রবিনা এও বিশ্বাস করেন যে এখন সোশ্যাল মিডিয়ার যুগে তারকারাও নিজেদের কথা বলার পথ খুঁজে পেয়েছেন। নিজের বক্তব্য সরাসরি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের কাছে পৌঁছে দিতে পারেন তাঁরা। আগে এমনটা ছিল না। ফলে তারকাদের সংবাদ মাধ্যমের উপর নির্ভর করতে হত। আর সেই সুযোগেই খবর মাখন লাগিয়ে প্রকাশিত হত। তিনিও এই ঘটনার শিকার। তিনি দাবী করেন, সেই সময় বেশ কিছু ম্যাগাজিন সেইসময় তাঁর নামেও খারাপ কথা প্রকাশ করেন। কম বদনামের মুখে পড়তে হয়নি তাঁকে। তাই এসব মুচমুচে গসিপ পড়ে, যাতে তাঁর ছেলেমেয়েরা কখনও মায়ের অতীত না জানে, তাই এই সিন্ধান্ত নেন বলিউড সেনসেশন রবিনা।