AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bollywood Box-office: ছকভাঙা সেলিব্রেশন, ১০০ কোটিতে পৌঁছতেই ডায়েট ভুলে ভাইরাল গাঙ্গু

Alia Bhatt: কেরিয়ারে দ্বিতীয় একশো কোটির ক্লাব, সাফল্য সেলিব্রেট করতে কড়া ডায়েট থেকে নিজেকে মুক্ত করল আলিয়া।

Bollywood Box-office: ছকভাঙা সেলিব্রেশন, ১০০ কোটিতে পৌঁছতেই ডায়েট ভুলে ভাইরাল গাঙ্গু
| Edited By: | Updated on: Mar 11, 2022 | 5:57 PM
Share

আলিয়া ভাট (Viral Alia Bhatt), পর্দায় যাঁর আত্মপ্রকাশ ছিল সানায়া চরিত্রে, এক কথায় বেবিডল, পুরুষের মনে ঝড় তোলা শরীরী ভাঁজে যিনি ঘুমে কেড়েছিলেন, তিনি নাকি কপাকপ বার্গার, ফ্রেঞ্চফ্রাইয়ে কামড় বসাচ্ছেন! এও কি সম্ভব! আপাতত তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলে উত্তর মিলবে- হ্যাঁ। ডায়েট নিয়ে বরাবরই সচেতন আলিয়া ভাট। তাঁর ভক্তমহলে সকলেই কমবেশি এই বিষয়টি জানে। ঘুম থেকে ওঠা থেকে ঘুমোনো পর্যন্ত নির্দিষ্ট ডায়েটে নিজেকে বেঁধে রাখতেই পছন্দ করেন আলিয়া। প্রতিটা পদে পদে সতেচন থাকেন খাবার নিয়ে। তবে রহস্য রয়েছে একটাই, তিনি বেশ মুডি, ও একঘেয়ে ডায়েট মোটেও তাঁর পছন্দের নয়। সেই কারণে মাঝে মধ্যেই পাল্টে ফেলেন মেনু।

তাই বলে সটান বার্গার! না, কেবল ওপর থেকে বিচার করলে হবে না, চিট ডায়েট করাই যায় যখন কেরিয়ারের সেরার সেরা চরিত্রে নিজেকে নতুন করে আবিষ্কার করে নেপোটিজমের তকমা ঘোচানোর আনন্দই আলাদা। আর তারই বহিঃপ্রকাশে মন খুলে খানা পিনা করে সেলিব্রেশনে মাতলেন আলিয়া ভাট, প্রসঙ্গে ১০০ কোটি। এই নিয়ে কেরিয়ারে দ্বিতীয়বার ১০০ কোটির ক্লাবে নাম লেখানো। হাতেখড়ি হয়েছিল রাজি ছবির মধ্যে দিয়ে। মেয়েদের দাপটে বক্স অফিসে ঝড় তোলা ছবির তালিকায় সেরা পাঁচে জায়গা পাকা করে নিয়ে দ্বিতীয় ছবি গাঙ্গুবাই কাথিওয়াড়ি-র জয়জয়কার। তারই সেলিব্রেশনে এবার মন খুলে পেটপুজোতে আলিয়া ভাট।

সদ্য রণবীর কাপুরের সঙ্গেও সেলিব্রেশনে ফ্রেমবন্দি হতে দেখা যায় আলিয়াকে। প্রেমিকাকে আগলে নিয়ে পাপরাজিৎদের ক্যামেরায় ঝড় তোলেন কাপুর-সন। পাপা কি পরী অভিনয়টা জানেন, তা পষ্ট করে তোলাই নয়, পাশাপাশি আলিয়ার কথায় তাঁকে কেউ এই চরিত্রের জন্য ভেবেছে, আর দর্শক সেটা এভাবে গ্রহণ করেছে, এটাই বড় কথা। আলিয়ার এই সেলিব্রেশনের পেছনে থাকা আরও এক কারণ হল, করোনা পরিস্থিতিতে একশো কোটির ক্লাবে জায়গা করা, দর্শকদের প্রেক্ষাগৃহে ফেরাতে বেশ অনেকটাই ছাপ ফেলে যাচ্ছে গাঙ্গুবাই কাথিওয়াড়ি।

আরও পড়ুন- Ananya Pandey On Bollywood: নেপোটিজমের আশীর্বাদ নয়, কয়েক বছরেই হার-জিত চাক্ষুস করেছে অনন্যা

আরও পড়ুন: Shatarup Ghosh: ঘনঘন ফিল্মি পার্টিতে, মোশারফ করিমের সঙ্গে ছবি, শতরূপ কি এ বার টলিউডের ‘হিরো’?

আরও পড়ুন: Parambrata Chattopadhyay: পর্দায় বার বার মহিলাদের সহযোগী হতে আপত্তি নেই পরমব্রতর