SRK: ‘হিন্দু-মুসলিম সবাই মিলেই পাঠান দেখবে’, কে বললেন এমন কথা?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jan 15, 2023 | 2:42 PM

Pathaan: গত মাসে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে সোশ্যাল মিডিয়ায় বয়কট ট্রেন্ড, ঘৃণা ছড়ানো নিয়ে মুখ খুলেছিলেন শাহরুখ খান।

SRK: হিন্দু-মুসলিম সবাই মিলেই পাঠান দেখবে, কে বললেন এমন কথা?
কে বললেন এমন কথা?

Follow Us

প্রায় চার বছর পর ‘পাঠান’ ছবির মধ্যে দিয়ে কামব্যাক করছেন শাহরুখ খান। ওই ছবি নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। তবে উত্তেজনার সঙ্গেই বাড়তি যোগ হয়েছে বিতর্ক। গানে ‘গেরুয়া’ রঙের বিকিনি পরিহিতা দীপিকা এবং তাঁর সঙ্গে শাহরুখ খানের মাখোমাখো কেমিস্ট্রি দেখে আপত্তি তুলেছিল সমাজের এক বড় অংশ। হয়েছিল থানায় অভিযোগ দায়েরও। আগামী ২৫ তারিখ ‘পাঠান’ মুক্তির পর আদপে কি হল ভরাবেন দর্শক? নাকি বয়কট ট্রেন্ডে ভেসে যাবে শাহরুখের কামব্যাক ছবি? প্রবীণ ফিল্ম ডিস্ট্রিবিউটার ও বান্দ্রার জিসেভেন সিনেমা হলের মালিক মনোজ দেশাই মনে করছেন, এই যে বয়কট ট্রেন্ড তা নির্দিষ্ট এক প্রোপাগান্ডা ছাড়া কিছুই নয়। তিনি অভিজ্ঞ। তাঁর অভিজ্ঞতা বলছে হিন্দু ও মুসলিম মিলেই দেখতে যাবেন এই ছবি।
‘পাঠান’-এর ট্রেলার মুক্তি পেয়েছে ১০ জানুয়ারি, মঙ্গলবার বেলা ১১টায়। ট্রেলারে দেখা যাচ্ছে সন্ত্রাস দমনের একটি গল্প। বড়সড় পরিকল্পনা করে দেশকে ধ্বংস করতে চাইছে একটি সন্ত্রাসবাদী গোষ্ঠী। এবং সেই সন্ত্রাসবাদীদের অন্যতম মাথা জন আব্রাহামের চরিত্রটি। তাদের পরিকল্পনাকে ধুলিস্যাৎ করতে ডাক পড়ে ‘পাঠান’-এর। অর্থাৎ, শাহরুখ খানের। ছবির ট্রেলার নিয়ে হয়েছেন নানা কথা। হয়েছে আলোচনা, সমালোচনা, এমনকি বেরিয়েছে মিমও। তা সত্ত্বেও টুইটারে এই ছবি ট্রেন্ডিং, রয়েছে প্রচারের আলোতেই।

গত মাসে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে সোশ্যাল মিডিয়ায় বয়কট ট্রেন্ড, ঘৃণা ছড়ানো নিয়ে মুখ খুলেছিলেন শাহরুখ খান। তিনি বলেন, “বরাবরই সামাজিক মাধ্যমে সঙ্কীর্ণতা বপন করে এসেছে। কিন্তু যাই হয়ে যাক না কেন, আমি, আপনি আর এই পৃথিবীতে যত ইতিবাচকতাকে আঁকড়ে ধরা মানুষ রয়েছেন, তাঁরা সবাই বেঁচে থাকব।” এই ছবিই কার্যত শাহরুখের কামব্যাক ছবি। প্রেক্ষাগৃহে ছবি কতটা হিট হয় এখন সেটাই দেখার।

Next Article