ব্রহ্মাস্ত্র ছবি ঘিরে ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ প্রথম থেকেই তুঙ্গে। তবে ছবি ঘিরে প্রথমেই বয়কটের ডাক ওঠায় তা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল। ছবি ঘিরে গোটা টিম আশাবাদী থাকলেও কোথাও গিয়ে যেন সকলেই খানিকটা হলেও বলিউডের পরিস্থিতির কথা ভেবে ছিলেন চিন্তায়। ব্রহ্মাস্ত্র ছবি কি পারছে ছবিকে ছন্দে ফেরাতে! বলিউডের পায়ের তলার মাটি শক্ত করতে! ছিল সময়ের অপেক্ষা মাত্র। ছবি মুক্তি পেতেই তা সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। একাধিক নয়া রেকর্ড গড়ল ব্রহ্মাস্ত্র ছবি। প্রথম থেকেই ব্রহ্মাস্ত্র ছবি বক্স অফিসে ঝড় তুলেছে। তবে কোথাও গিয়ে যেন ছবির সুদূর প্রসারি ফলাফল নিয়ে ছিল সংশয়, তবে কোনও বড় ছবির মুক্তি না থাকায় এবার ব্রহ্মাস্ত্র একাই একশো। মোটের ওপর তা বক্স অফিসে যা আয় করল, এক প্রকার গোটা ছবির বাজেট ঘরে তুলে আনার জোগার। গোটা বিশ্বজুড়ে তো এই ছবি রমরমিয়ে চলছে, তবে কেবল ভারতের বুকে ব্রহ্মাস্ত্র ছবি এবার একাধিক রেকর্ড ব্রেক করছে।
অতিমারীর পর প্রথম ব্রহ্মাস্ত্র ছবি বক্স অফিসে এভাবে ঝড় তুলেছে। তৃতীয় সপ্তাহে এসেও ঝড়ের গতিতে বিক্রি হচ্ছে টিকিট। আর মাত্র কয়েকদিন পরই মুক্তি পেতে চলেছে বিক্রম বেধা। তবুও ব্রহ্মাস্ত্র ছবি ঝড় এখনও বর্তমান। গোটা বিশ্বে তা ৪০০ কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে। করোনার পর সব থেকে বড় বলিউড হিট ছবি। দ্য কাশ্মীর ফাইলস-এর টিকিট বিক্রির সংখ্যাকেও ছাপিয়ে গিয়েছে এই ছবি।
ভারতের বুকে এই সাফল্য দেখা মাত্রই মুখ খোলেন অয়ন মুখোপাধ্যায়। জানান, তিনি পরবর্তী পর্ব আরও জোড়ালো করবেন, আরও সুন্দর করে ঢেলে সাজাবেন ব্রহ্মাস্ত্রকে। সংলাপে থাকবে টান-টান উত্তেজনা, পলকে-পলকে থাকবে চমক। ফলে এখন অয়ন মুখোপাধ্যায়ের লক্ষ্যে ড্রিম প্রজোক্ট ব্রহ্মাস্ত্র পার্ট ২।