প্রেমদিবস বলে কথা, প্রতিটা মানুষই তাঁর কাছেরজনকে এদিন ভাল থাকার, ভাল রাখার শুভেচ্ছা জানাতে মরিয়া। সিনেপাড়া থেকে শুরু করে সাধারণ মানুষ, তালিকা থেকে বাদ পড়লেন না কেউই। আর সেই বিশেষ দিনে কীভাবে মুখ বন্ধ করে থাকেন কনম্যান সুরেশ চন্দ্রশেখর! যদিও তাঁর সঙ্গে প্রেমের অভিজ্ঞতা মোটেও সুখকর নয় অভিনেত্রীদের। জ্যাকলিন ফার্ণান্দেজ হোক বা নোরা ফাতেহি, দুজনেই সমানভাবে সমস্যায় জর্জরিত। তবে সুকেশের মনে এখনও তরতাজা জ্যাকলিন ফার্ণান্দেজের প্রতি ভালবাসা। তার প্রমাণ মিলল আরও একবার। বর্তমানে জেলেই দিন কাটছে তাঁর। তবে কোনও রাখঢাক না করে এবার পুলিশের সামনেই মনের কথা মিডিয়াকে খুলে বললেন কনম্যান।
পুলিশি পাহারায় সুকেশ এলআইএ-র কোর্টরুমের পথে, তারই মাঝে এক ফাঁকে ফ্রেমবন্দি সুকেশ। সেখানেই তিনি নাম না করেই বলেন, আমার তরফ থেকে ওকে ভ্যালেনটাইন্স ডে-র শুভেচ্ছা। এখানেই শেষে নয়, এরপর তিনি জানান, অভিনেত্রীদের নিয়ে তিনি কোনও মন্তব্যই করতে চান না। এরপর তার থেকে জানতে চাওয়া হয়, তিনি সত্যি কি নোরা ফাতেহিকে কোনও টাকা দিয়েছেন তিনি? যার উত্তরে সুকেশ বিস্ফোরক মন্তব্য করে বলেন, আমি লোভি ব্যক্তিদের নিয়ে কোনও মন্তব্য করতে চাই না।
২০০ কোটি টাকার আর্থিক জালিয়াতি মামলায় জড়িয়ে আছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্ণান্ডেজ়। সেই জালিয়াতির মূল ষড়যন্ত্রকারীর নাম সুকেশ চন্দ্রশেখর। সম্প্রতি জ্যাকলিন বলেছিলেন, সুকেশ নাকি তাঁকে ঠকিয়েছে। মিথ্যা পরিচয় দিয়ে বিশ্বাস অর্জন করে তারপর তাঁকে ফাঁসিয়ে দিয়েছে এই মামলায়। এই আর্থিক জালিয়াতির অতিরিক্ত চার্জশিটে নাম উঠেছে জ্যাকলিনের। সেই একই মামলায় নাম উঠেছিল নোরা ফতেহিরও। জিজ্ঞাসাবাদের সময় নোরা বলেছিলেন, তাঁকে নাকি একটি বাড়ি কিনে দেওয়ার প্রতিশ্রুতি পর্যন্ত দিয়েছিল সুকেশ। এবার নোরার সেই বক্তব্যের পাল্টা সুকেশ জানিয়েছে, নোরাই নাকি মরোক্কোতে একটি বাড়ি চেয়েছিলেন সুকেশের থেকেই।