Anushka-Virat: বিরুষ্কার মেয়েকে ধর্ষণের হুমকি, অভিযুক্তকে নিয়ে বড় রায় আদালতের

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Apr 12, 2023 | 4:55 PM

Anushka-Virat: ২০২১ সালের ২৪ অক্টোবর টি-টুয়েন্টি ম্যাচে পাকিস্তানের কাছে পরাজিত হয়েছিল ভারতীয় ক্রিকেট টিম। এর পরেই বিরাট ও অনুষ্কা দুধের শিশু ভামিকাকে ধর্ষণের হুমকি দেন রামনাগেশ অকুলবাথিনি নামক এক ব্যক্তি।

Anushka-Virat: বিরুষ্কার মেয়েকে ধর্ষণের হুমকি, অভিযুক্তকে নিয়ে বড় রায় আদালতের
অভিযুক্ত ব্যক্তিকে নিয়ে বড় রায় আদালতের

Follow Us

 

২০২১ সালের ২৪ অক্টোবর টি-টুয়েন্টি ম্যাচে পাকিস্তানের কাছে পরাজিত হয়েছিল ভারতীয় ক্রিকেট টিম। এর পরেই বিরাট ও অনুষ্কার দুধের শিশু ভামিকাকে ধর্ষণের হুমকি দেন রামনাগেশ অকুলবাথিনি নামক এক ব্যক্তি। বিরাটের ম্যানেজার আকুইলিয়া ডি’সুজা ওই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করলে তাঁকে গ্রেফতার করা হয়। তবে সম্প্রতি ওই ব্যক্তিকে নিয়ে বড়সড় রায় দিল আদালত। বিচারপতি গড়কড়ী এবং বিচারপতি পিডি নায়েকের ডিভিশন বেঞ্চ ওই ব্যক্তির বিরুদ্ধে দায়ের এফআইআর ও চার্জশিট খারিজ করে দেয়। বিরাটের ম্যানেজার ওই মামলা প্রত্যাহার করার পরেই এই সিদ্ধান্তে এল আদালত। কেন মামলা প্রত্যাহার করা হল? রামনাগের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার ৯ দিন পর জামিনে মুক্তি পান তিনি। কিন্তু মামলা চলছিলই। এর পরেই ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে উচ্চ আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করেন ওই ব্যক্তি। নিজের পক্ষে তাঁর যুক্তি ছিল, অতীতে তাঁর বিরুদ্ধে কোনও অপরাধমূলক কাজের রেকর্ড নেই। তিনি বিদেশে চাকরির জন্য যেতে চাইলেও এই মামলার জন্য পারছেন না।প্রসঙ্গত, রামনাগের মেধাবী ছাত্র ছিলেন। তিনি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পদাধিকারী ছিলেন। আইআইটি হায়দরাবাদ থেকে পড়াশোনা করার পর বর্তমানে পিআইচডি করছেন তিনি।

এরপরেই সোমবার অভিযুক্তের আর্জিতে সাড়া দেয় বম্বে হাইকোর্ট। একই এরই পাশাপাশি বিরাটের ম্যানেজারও মামলা তুলে নেওয়ায় স্বস্তিতে ওই ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং নতুন কিছু নয়। তারকাদের মাঝেমধ্যেই এর মধ্যে দিয়ে যেতে হয়েছে। কিন্তু তাই বলে ভামিকাকে ধর্ষণের হুমকি! সে সময় ওই ব্যক্তিকে নিয়ে ট্রোলের বন্যা বয়েছিল। তাই তাঁর মুক্তিতে কিছুটা ক্ষুব্ধ অনুরাগীরা। ক্রিকেট ভক্ত বা দেশভক্ত হলেও নিজের প্রতি নিয়ন্ত্রণ যে সবার আগে রাখা উচিৎ, সে কথাই সোশ্যাল মিডিয়ায় মনে করিয়ে দিয়েছেন একটা বড় অংশ।

২০২১ সালের ১১ জানুয়ারি জন্ম হয় ভামিকার। জন্মের পরেই মেয়ের প্রাইভেসি রক্ষার্থে অভিনব পন্থা নিয়েছিলেন বিরুষ্কা। ছবির খোঁজে হন্যে হয়ে ঘোরেন যারা তাঁদেরকেই দায়িত্ব দিয়েছিলেন মেয়ের প্রাইভেসি রক্ষা করার। চকোলেট, মিষ্টি পাঠিয়ে মিডিয়া হাঊজগুলোকেই অনুরোধ করেছিলেন, তাঁদের মেয়ের প্রাইভেসি রক্ষার দায়িত্ব মিডিয়ারই। ছোট্ট চিরকুটে বিরুষ্কা লিখেছিলেন, “আমাদের সন্তানের প্রাইভেসি রক্ষা করতে আপনাদের সাহায্য খুবই দরকার। আপনাদের কথা দিচ্ছি আমাদের নিয়ে যা যা কনটেন্ট আপনাদের প্রয়োজন তার যোগান আপনাদের দেব ঠিক। কিন্তু আমাদের সন্তান রয়েছে এমন কোনও কনটেন্ট আপনারা নিজে থেকে সম্প্রচার করবেন না। কথা দিন”। সাড়াও পেয়েছিলেন অভূতপূর্ব।

 

 

Next Article