Vicky Kaushal: সারা পিঠে আঘাতের চিহ্ন, ‘সর্দার উধাম’-এর শুটিং করতে গিয়ে একাধিকবার আহত হয়েছিলেন ভিকি?

শুটিং চলাকালীন ১৩টি স্টিচ পড়েছিল ভিকির মুখেও। এক সাক্ষাৎকারে তেমন কথাই বলেছিলেন ভিকি।

Vicky Kaushal: সারা পিঠে আঘাতের চিহ্ন, 'সর্দার উধাম'-এর শুটিং করতে গিয়ে একাধিকবার আহত হয়েছিলেন ভিকি?
'সর্দার উধাম'-এর চরিত্রে ভিকি কৌশল
Follow Us:
| Edited By: | Updated on: Oct 19, 2021 | 5:14 PM

সমালোচক ও দর্শকের প্রশংসা কুড়াচ্ছে ‘সর্দার উধাম’। ১৬ অক্টোবর মুক্তি পেয়েছে সুজিত সরকার পরিচালিত ছবিটি। স্বাধীনতা সংগ্রামী সর্দার উধাম সিংয়ের চরিত্রে অভিনয় করেছিলেন ভিকি কৌশল। মঙ্গলবার তাঁর ক্ষতবিক্ষত পিঠের ছবি ভিকি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

শুটিং করার সময় আহত হয়েছিলেন ভিকি। আপনি কী ভাবছেন এই ক্ষতি সত্যিকারের। আদতে তা কিন্তু নয়। ভিকির এই ক্ষত কৃত্রিম। নকল। শুটিং করার সময় প্রস্থেটিক মেকআপের সাহায্যে তৈরি করা হয়েছিল তাঁর পিঠের এই ক্ষত। মেকআপ করেছিলেন শিল্পী পিটার গোরশেনিন।

চারিদিকে যখন ‘সর্দার উধাম’ বায়োপিকের প্রশংসা ভেসে আসছে, ঠিক তখনই ছবি তৈরির নেপথ্যের কারিগরদের সামনে আনতে শুরু করেছেন ভিকি। মেকআপ করা ‘আহত’ পিঠের ছবি শেয়ার করে ক্যাপশনে ভিকি লিখেছেন, “যে আঘাত আসল আঘাত নয়।”

১৯১৯ সাল। অমৃতসরের জালিয়ানওয়ালা বাগে ঘটে যায় মর্মান্তিক গণহত্যা কাণ্ড। জনসাধারণের হত্যার তাণ্ডব চালায় ইংরেজ শাসক। গুলি চালানোর নির্দেশ দেয় ইংরেজ অফিসার মাইকেল। সে ছিল পাঞ্জাবের প্রাক্তন গভর্নর। সেই হত্যাকাণ্ডেরই প্রতিশোধ নিয়েছিলেন সর্দার উধাম। মাইকেলের হত্যা করেছিলেন তিনি। ১৯৪০ সালের জুলাই মাসে ফাঁসি দেওয়া হয় তাঁকে।

তবে ছবিতে ভিকির সব আঘাতের চিহ্ন মেকআপ করা কিংবা কৃত্রিম ছিল না। কিছু আঘাত সত্যিও ছিল। শুটিং চলাকালীন ১৩টি স্টিচ পড়েছিল ভিকির মুখে। সেই সত্যি আঘাতের চিহ্ন অনেকবেশি বাস্তব করে তুলেছিল পর্দার ‘উধাম সিং’কে। এক সাক্ষাৎকারে তেমন কথাই বলেছিলেন ভিকি।

১৬ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ‘সর্দার উধাম’। ‘উরি’র মতো দেশাত্মবোধক ছবিতেও মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ভিকি। কিন্তু সমালোচকরা বলছেন, এখনও পর্যন্ত সর্দার উধামেই নাকি নিজের সেরা পারফরম্যান্স দিয়েছেন ভিকি।

আরও পড়ুন: Anjan Dutta: দীপাবলিতে নতুন গোয়েন্দা আসছে ভার্চুয়াল দুনিয়ায়, জন্ম দিয়েছেন অঞ্জন দত্ত

আরও পড়ুন: OTT: ওটিটি প্ল্যাটফর্মে যা দেখানো হচ্ছে তাতে কোনও নিয়ন্ত্রণ নেই: মোহন ভগবত

আরও পড়ুন: Sikander Kher: কী ভাগ্যিস ওটিটি প্ল্যাটফর্ম এসেছিল, না হলে কী যে হত: সিকন্দর খের