৭২ ঘণ্টা প্রবল বৃষ্টির সম্ভাবনা, সানি লিওন বলছেন, ‘গ্রীষ্ম এসে গেছে’!

শুভঙ্কর চক্রবর্তী |

Jun 13, 2021 | 6:27 PM

সানি লিওন একটি বিশাল কালো মলাটের বই নিয়ে করেছিলেন শুট, যা তাঁর প্রপস এবং সুকৌশলে পোশাক হিসেবে কাজ করেছিল।

৭২ ঘণ্টা প্রবল বৃষ্টির সম্ভাবনা, সানি লিওন বলছেন, গ্রীষ্ম এসে গেছে!
সানি লিওন

Follow Us

অভিষেক বচ্চন, বিদ্যা বালন, ভিকি কৌশলদের ছবির পোস্ট করার পরে তুরুপের টেক্কা পেশ করলেন ফটোগ্রাফার ডাব্বু রতনানি। ২০২১ সালের ক্যালেন্ডারের নতুন তোলা ছবি শেয়ার করলেন ডাব্বু। এবং আপনি কি অনুমান করতে পারেন, সে ছবির মডেল কে?

সানি লিওন ছাড়া আর কেই বা হতে পারে বলিউডের প্রথম সারির ফোটোগ্রাফারের পোস্টে!

ছবিতে সানিকে একটি স্তম্ভের দিকে ঝুঁকে থাকতে দেখা যায়। হাতে এক পেল্লাই টুপি দিয়ে পোজ দিয়েছেন যা তাঁর প্রায় পোশাকই হয়ে গিয়েছে। সানির গোটা শরীর ঢেকে গিয়েছে গোলাপি টুপিতে। খোলাচুল উড়ছে হাওয়ায়। মেক-আপ নেই বললেই চলে। পায়ে এক জোড়া স্টিলেটোজ়। ২০২১ ক্যালেন্ডারের ছবি পোস্ট করে সানি ক্যাপশনে লেখেন, ’গ্রীষ্ম এখানে এসে গেছে।‘ খুব ভুল লেখেননি সানি, তাঁর এই ছবি যে নেটমহলে উষ্ণতা বাড়াবে, তা বলার আর অপেক্ষা রাখে না।

 

 

ডাব্বু নিজেও তাঁর ইনস্টা হ্যান্ডেলে ছবিটি শেয়ার করে লেখেন, ‘রোদ্দুর শরীরের জন্য খুব ভাল কিন্তু সঙ্গে মাথায় একটা বড় টুপি রাখবেন। দুর্বিষহ গরম এবং স্টানিং সানির লিওনির ছবি।’

গত বছরও ডাব্বু রতনানির বার্ষিক ক্যালেন্ডার ছবিতে সানি লিওন দুর্দান্ত পোজ দিয়েছিলেন। ক্যালেন্ডারে ছিলেন বলিউডের নামকরা সেলেব বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান, বিদ্যা বালন, আলিয়া ভা, অনুষ্কা শর্মা, অক্ষয় কুমার, কিয়ারা আদভানি এবং ভিকি কৌশল প্রমুখ। সানি লিওন একটি বিশাল কালো মলাটের বই নিয়ে করেছিলেন শুট, যা তাঁর প্রপস এবং সুকৌশলে পোশাক হিসেবে কাজ করেছিল।

 

 

আরও পড়ুন ‘সাইকেলে প্রেম’— ছবিতে রয়েছেন আয়ুষ্মান খুরানা এবং তাহিরা কাশ্যপ

Next Article