Pathaan Controversy: আহমেদাবাদের সিনেমা হলে ‘পাঠান’-এর পোস্টার ধ্বংস করল বজরং দল; ভাইরাল ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jan 05, 2023 | 12:03 PM

Shahrukh-Deepika: এই ধরনের প্রতিবাদ অন্তত দীপিকার কাছে প্রথম নয়। এর আগে 'পদ্মাবত' ছবি মুক্তির আগে আগুন জ্বলেছিল দেশের কিছু জায়গায়। নাক কেটে দেওয়ার হুমকিও পেয়েছিলেন তিনি।

Pathaan Controversy: আহমেদাবাদের সিনেমা হলে পাঠান-এর পোস্টার ধ্বংস করল বজরং দল; ভাইরাল ভিডিয়ো

Follow Us

গুজরাটের আহমেদাবাদে ছিঁড়ে ফেলা হয়েছে হিন্দি ছবি ‘পাঠান’-এর পোস্টার। হইচই পড়ে গিয়েছে চারদিকে। এর কারণ দুটি। এক, ‘পাঠান’-এর নামকরণে উঠেছে আপত্তি। দুই, ছবিতে গেরুয়া রঙের বিকিন পরিহিতা দীপিকার প্রদর্শন। বজরং দলের সদস্যরা প্রতিবাদ জানিয়েছেন আহমেদাবাদের একটি শপিং মলে। ‘পাঠান’-এর পোস্টার ধ্বংস করেছেন তাঁরা। আহমেদাবাদের কর্ণাবতি এলাকায় অবস্থিত সেই শপিং মল। ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে একেকজন মানুষকে একেক রকম প্রতিক্রিয়া দিতে দেখা গিয়েছে। এই ধরনের প্রতিবাদ অন্তত দীপিকার কাছে প্রথম নয়। এর আগে ‘পদ্মাবত’ ছবি মুক্তির আগে আগুন জ্বলেছিল দেশের কিছু জায়গায়। নাক কেটে দেওয়ার হুমকিও পেয়েছিলেন তিনি।

২০২৩ সালের ২৫ জানুয়ারি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘পাঠান’-এর। ছবিতে গেরুয়া বিকিনির প্রদর্শন, কিছু আপত্তিকর দৃশ্যের উপস্থিতি থাকায় সেন্সর বোর্ড মুক্তির আগে তা ছেটে ফেলার নির্দেশ দিয়েছে। যদিও এই কারণে ছবি মুক্তির তারিখ পাল্টাচ্ছে না। সংক্রান্তি থেকে অগ্রিম টিকিট বুকিংও শুরু হবে ‘পাঠান’-এর।

দীর্ঘ ৪ বছর পর একটি ছবি মুক্তি পাচ্ছে শাহরুখ খানের। সেপ্টেম্বর মাসের ৯ তারিখ মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবি ‘ব্রহ্মাস্ত্র’তে শুরুতেই একটি ১৫ মিনিটের ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ। অনুরাগীরা তাঁকে অনেক ভালবাসাও দিয়েছিলেন সেই সময়। তাঁরা অপেক্ষায় আছেন ‘পাঠান’-এর জন্য। ছবিতে দীপিকা এবং শাহরুখ ছাড়াও অভিনয় করছেন জন আব্রাহাম। তাঁকে দেখা যাবে খল চরিত্রে।

Next Article