বেশ কয়েকদিন ধরেই পাঠান ছবি ঘিরে বিতর্ক সোশ্যাল মিডিয়ার পাতায় জায়গা করে নেয়। রাজনৈতিক মহল থেকে শুরু করে নেটিজ়েনদের চর্চায় থাকা এই ছবির গান ও বিভিন্ন অংশ নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল, তা ঘিরে সম্প্রতি একাধিক নিষেধাজ্ঞা জারি করে সেন্সর বোর্ড। তবে কী কী পরিবর্তন করার নির্দেশ দিয়েছিল, তা প্রকাশ্যে আসেনি অতীতে। পাঠান ছবির পায়ে এবার লাগাম পরাতে মাঠে নামে সেন্সর বোর্ড। সম্প্রতি সেন্সর বোর্ডে আটকে যায় সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবি। স্পষ্ট জানানো হয় বেশ কয়েকটি দৃশ্য পাল্টে ফেলতে হবে। সেই কাজই এখন চলছে পুরোদমে। শুধু তাই নয়, পাশাপাশি পাল্টে ফেলতে হবে বিতর্কিত গেরুয়া রঙও। তা মেনে নিয়েই এবার ছবির বদলের কাজ চলছে বলেই বি-টাউন সূত্রে খবর। তবে সত্যি কী কী পরিবর্তন হচ্ছে ছবিতে তা এবার প্রকাশ্যে এল।
বলিউড হাঙ্গামায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী মোটে ১০টি পরিবর্তনের কাজ চলছে পাঠান ছবির বিভিন্ন অংশে। যার মধ্যে অন্যতম হল- ‘RAW’ শব্দটি পাল্টে ফেলা হচ্ছে হামারে শব্দের সঙ্গে। ‘Langde Lulle’ ল্যাংরা লুলে শব্দের পরিবর্তন করা হচ্ছে টুফে ফুটে দিয়ে। ‘PM’ পরিবর্তিত হচ্ছে প্রেসিডেন্ট বা মিনিস্টার শব্দ দিয়ে। ‘PMO’ শব্দ মোট ১৩টি জায়গা থেকে সরিয়ে দিতে হবে। ‘Ashok Chakra’ পাল্টে ফেলা হবে বীর পুরস্কার দিয়ে। ‘ex-KGB’ পাল্টানো হচ্ছে ‘ex-SBU’ দিয়ে, অন্যদিকে ‘Mrs Bharatmata’ পাল্টে ফেলা হচ্ছে ‘Hamari Bharatmata’ শব্দ দিয়ে।
স্কচ পাল্টানো হচ্ছে ড্রিঙ্ক শব্দ দিয়ে। বেশরম রং গানে দীপিকা পাড়ুকোনের সাইড লুক বাদ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। বিশেষ করে ক্লোজ শটটি বহত তঙ্গ কিয়া অংশে যা দৃশ্যায়ণ হয়। তবে তাঁর গেরুয়া পোশাক নিয়ে আদেও কোনও নির্দেশ এসেছে কি না তা এখনও স্পষ্ট নয়।
তবে পুরোনো গানের ভিডিয়ো ওখনও মিলছে সোশ্যাল মিডিয়ায়। বদল ঘটানোর পর কি তা তুলে ফেলা হবে! এখনও স্পষ্ট নয়। যদিও এই গানকে সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলার উদ্দেশেও ইতিমধ্যে দাবি ওঠে নেটপাড়ায়।