Yogi Adityanath Meeting with B-Town Stars: ‘পাঠান’ বিতর্কের মাঝেই বলিউড তারকাদের সঙ্গে বৈঠক যোগী আদিত্যনাথের, কী নিয়ে হল আলোচনা?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jan 06, 2023 | 8:27 AM

Yogi Adityanath: বলিউড অভিনেতা ও প্রযোজকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, "আমরা আপনাদের ফিল্মি দুনিয়ার দুই সদস্যকে সাংসদ বানিয়েছি। আমরা জানি আপনারা কী কী সমস্যার মুখে পড়েন এবং তার সমাধানে কী কী করার প্রয়োজন।"

Yogi Adityanath Meeting with B-Town Stars: পাঠান বিতর্কের মাঝেই বলিউড তারকাদের সঙ্গে বৈঠক যোগী আদিত্যনাথের, কী নিয়ে হল আলোচনা?
বলিউড তারকাদের সঙ্গে বৈঠক যোগী আদিত্যনাথের। ছবি: PTI

Follow Us

মুম্বই: রাজ্যে বিনিয়োগ টানতে বৃহস্পতিবার মুম্বইয়ে এসেছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। সেখানেই শিল্পপতি ও বিভিন্ন বাণিজ্যিক সংস্থার প্রধানদের পাশাপাশি বলিউড তারকাদের (Bollywood Stars) সঙ্গেও বৈঠক করলেন যোগী আদিত্যনাথ। বলিউড তারকাদের সঙ্গে এই বৈঠক নিয়েই এখন চর্চা। সূত্রের খবর, উত্তর প্রদেশকে চলচ্চিত্র বান্ধব রাজ্য হিসাবে তুলে ধরতেই বলিউডের অভিনেতাদের সঙ্গে বৈঠক করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বলিউডের সিনেমার শ্যুটিং যাতে উত্তর প্রদেশের (Uttar Pradesh) বিভিন্ন দর্শনীয় ও অফবিট স্থানগুলিতে করা হয়, সেই আর্জিই জানান তিনি।

বৃহস্পতিবার এই বৈঠকে উপস্থিত ছিলেন বনি কাপুর, গোরক্ষপুরের লোকসভা সাংসদ তথা অভিনেতা রবি কিষাণ, ভোজপুরী অভিনেতা দীনেশ লাল নিরহুয়া, সঙ্গীতশিল্পী সোনু নিগম, কৈলাশ খের, অভিনেতা সুনীল শেট্টি, প্রযোজক-পরিচালক চন্দ্র প্রকাশ দ্বিবেদী, মধুর ভান্ডারকর ও রাজকুমার সন্তোষী সহ প্রমুখ বিশিষ্টজন।

বলিউড অভিনেতা ও প্রযোজকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, “আমরা আপনাদের ফিল্মি দুনিয়ার দুই সদস্যকে সাংসদ বানিয়েছি। আমরা জানি আপনারা কী কী সমস্যার মুখে পড়েন এবং তার সমাধানে কী কী করার প্রয়োজন। সমাজকে একজোট করতে, দেশের সার্বভৌমত্ব ও একতা বজায় রাখতে সিনেমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

আগামী মাসে উত্তর প্রদেশে যে ইনভেস্টর সামিট রয়েছে, তাতেও বলিউডের অভিনেতাদের আমন্ত্রণ জানান তিনি। তিনি জানান, ধীরে ধীরে উত্তর প্রদেশ সিনেমা-বান্ধব হয়ে উঠছে। ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস ও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়াও এই স্বীকৃতি দিয়েছে। ভাল ও সুরক্ষিত পরিবেশের পাশাপাশি উন্নত যোগাযোগ ব্যবস্থাও রয়েছে উত্তর প্রদেশে। তিনি আরও জানান, উত্তর প্রদেশ সরকারের ফিল্ম নীতি অনুযায়ী, যদি কোনও ওয়েব সিরিজ উত্তর প্রদেশে শ্যুটিং হয়ে থাকে, তবে করের ক্ষেত্রে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়। স্টুডিয়ো ও ফিল্ম ল্যাবে তৈরি করলেও সেক্ষেত্রে ২৫ শতাংশ ছাড় দেওয়া হয়।

Next Article